আপনি একবারে সর্বাধিক পাঁচটি চ্যাটে মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন।
কিন্তু, কোনও মেসেজ যদি পাঁচ বা আরও বেশি চ্যাটে চেইনের মাধ্যমে ফরোয়ার্ড করা হয়, অর্থাৎ মেসেজটি এর মূল প্রেরকের কাছ থেকে ফরোয়ার্ড হওয়ার পর অন্যান্যদের দ্বারাও ফরোয়ার্ড করা হয়ে থাকে, তাহলে মেসেজটি ডবল তীর চিহ্নের আইকন
ফরোয়ার্ড করা মেসেজে একটি কাউন্টার থাকে যা কোন মেসেজ কতবার ফরোয়ার্ড করা হয়েছে সেটি ট্র্যাক করে রাখে। আপনার গোপনীয়তার স্বার্থে, কোন মেসেজ কতবার ফরোয়ার্ড করা হয়েছে তার খবর WhatsApp রাখে না এবং আপনার এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটের কোনও মেসেজের কন্টেন্টও দেখতে পারে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
এইসব ডিভাইসে কীভাবে মেসেজ ফরোয়ার্ড করা যায়: Android | iPhone | ওয়েব ও ডেস্কটপ | KaiOS