এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ সম্পর্কে
এন্ড-টু-এন্ড এনক্রিপশন এটি নিশ্চিত করে যে, আপনি নিজে এবং যার সাথে যোগাযোগ করছেন শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া পাঠানো মেসেজ কেউ দেখতে অথবা শুনতে পাবে না, মাঝে আর কেউ নয়, এমনকি WhatsApp-ও নয়। এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপে, আপনি iCloud অথবা Google ড্রাইভে আপনার ব্যাক-আপের জন্য একই ধরনের সুরক্ষা যোগ করতে পারবেন।
পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত রাখা
আপনি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ তৈরি করলে, আপনার মেসেজ এবং মিডিয়া ক্লাউডে স্টোর করা থাকে এবং পাসওয়ার্ড বা ৬৪-সংখ্যার এনক্রিপশন কী-এর মাধ্যমে সুরক্ষিত থাকে। আপনার আগের পাসওয়ার্ড বা 'কী'-তে অ্যাক্সেস করতে পারলে আপনি যেকোনও সময়ে নিজের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
দ্রষ্টব্য: আপনি নিজের WhatsApp চ্যাট হারিয়ে ফেললে এবং আপনার পাসওয়ার্ড বা 'কী' ভুলে গেলে আর নিজের ব্যাক-আপ পুনরুদ্ধার করতে পারবেন না। WhatsApp আপনার পাসওয়ার্ড রিসেট করতে বা আপনার ব্যাক-আপ পুনরুদ্ধারে সাহায্য করতে পারে না।
এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ বন্ধ করুন
আপনি নিজের পাসওয়ার্ড বা 'কী' ব্যবহার করে বা আপনার বায়োমেট্রিক্স বা ডিভাইসের পিনের মাধ্যমে প্রমাণ দিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ বন্ধ করা বেছে নিতে পারেন। এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ বন্ধ করলে, আপনার মেসেজ এবং মিডিয়ার ব্যাক-আপ আর ক্লাউডে হবে না যদি না সেটা করার জন্য আপনি সেট করেন।
iPhone-এ ডিভাইস-লেভেল ব্যাক-আপ নিতে
আপনার iPhone-এর সব ব্যাক-আপের জন্য যদি iCloud ব্যাক-আপ চালু করা থাকে তাহলে আপনার পূর্ববর্তী চ্যাটের এনক্রিপটেড করা নয় এমন ভার্সনও iCloud ব্যাক-আপে থাকবে। আপনার WhatsApp চ্যাট ও মিডিয়া শুধুমাত্র এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে ব্যাক-আপ নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আপনার ডিভাইসে iCloud ব্যাক-আপ বন্ধ করুন।
আপনার এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ সহ আমরা কীভাবে আপনার ডেটা সংগ্রহ, প্রসেস ও শেয়ার করি সেই বিষয়ে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে WhatsApp-এর গোপনীয়তা নীতি দেখুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- কীভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ চালু এবং বন্ধ করবেন
- এনক্রিপ্টেড ব্যাক-আপের জন্য পাসওয়ার্ড মনে রাখা যায়নি