আপনি সাময়িক মেসেজ চালু করে WhatsApp থেকে চলে যাবে এমন মেসেজ পাঠাতে পারবেন। চালু করা হলে, একক বা গ্রুপ চ্যাটে পাঠানো নতুন মেসেজ সাত দিন পর চলে যাবে। অতি সাম্প্রতিক বেছে নেওয়া বিকল্পটি চ্যাটের সব মেসেজ নিয়ন্ত্রণ করে। এই সেটিংটি চালু করার আগে চ্যাটে আপনার পাঠানো বা গ্রহণ করা মেসেজ এটি পরিবর্তন করবে না। একক চ্যাটের যেকোনও একজন ব্যবহারকারী সাময়িক মেসেজ চালু বা বন্ধ করতে পারবেন। গ্রুপ চ্যাটে শুধুমাত্র গ্রুপের অ্যাডমিন সাময়িক মেসেজ চালু বা বন্ধ করতে পারবেন।
- কোনও ব্যবহারকারী সাত দিনের মধ্যে WhatsApp না খুললে মেসেজটি চলে যাবে। কিন্তু WhatsApp না খোলা পর্যন্ত মেসেজটির প্রিভিউ বিজ্ঞপ্তিতে দেখানো হতে পারে।
- মেসেজের উত্তর দেওয়ার সময় প্রথম মেসেজটি উদ্ধৃত করা হবে। আপনি যদি সাময়িক মেসেজের উত্তর প্রদান করেন তাহলে উদ্ধৃত করা টেক্সটটি সাত দিন পর চ্যাটে থাকতে পারে।
- সাময়িক মেসেজ বন্ধ করা আছে এমন চ্যাটে যদি সাময়িক মেসেজ ফরোয়ার্ড করা হয় তাহলে ফরোয়ার্ড করা মেসেজটি চ্যাট থেকে চলে যাবে না।
- যদি মেসেজটি চলে যাওয়ার আগে ব্যবহারকারী সেটির ব্যাক-আপ নিয়ে রাখেন সেক্ষেত্রে সেই সাময়িক মেসেজটি ব্যাক-আপে থাকবে। ব্যবহারকারী ব্যাক-আপ থেকে পুনরুদ্ধার করার সময় সাময়িক মেসেজ বাদ দেওয়া হবে।
দ্রষ্টব্য: শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তিদের চ্যাটে সাময়িক মেসেজ ব্যবহার করুন। যেহেতু, যেকেউ এগুলো করতে পারে:
- সাময়িক মেসেজ ফরোয়ার্ড করতে পারে অথবা মেসেজের স্ক্রিনশট নিতে পারে এবং এটি চলে যাওয়ার আগে সেভ করতে পারে।
- সাময়িক মেসেজ চলে যাওয়ার আগে সেটির কন্টেন্ট কপি করে সেভ করতে পারে।
- সাময়িক মেসেজ চলে যাওয়ার আগে ক্যামেরা বা অন্য ডিভাইস দিয়ে সেটির ফটো তুলতে পারে।
সাময়িক মেসেজে মিডিয়া
ডিফল্ট হিসেবে আপনার WhatsApp-এ পাওয়া মিডিয়া আপনার ফটোতে অটোমেটিক ডাউনলোড হবে। সাময়িক মেসেজ চালু করা হলে চ্যাটে পাঠানো মিডিয়া চলে যাবে, কিন্তু অটোমেটিক-ডাউনলোড চালু করা থাকলে মিডিয়া ফোনে সেভ করা হবে। আপনি WhatsApp-এর সেটিংস > স্টোরেজ এবং ডেটা বিকল্প থেকে অটোমেটিক-ডাউনলোড বন্ধ করতে পারেন।
সংশ্লিষ্ট রিসোর্স: