WhatsApp-এ ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং ব্যবসার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য বোঝা খুব সহজ। একক চ্যাটে পরিচিতির প্রোফাইল দেখতে পরিচিতির নাম ট্যাপ করুন। যদি তিনি ব্যবসায়ী হন, তাহলে নিচের একটি লেবেল তার প্রোফাইলে অন্তর্ভুক্ত থাকবে:
- অফিসিয়াল ব্যবসার অ্যাকাউন্ট: WhatsApp নির্ধারণ করেছে যে এই অ্যাকাউন্টটি একটি বিশিষ্ট ও খাঁটি ব্র্যান্ডের। "অফিসিয়াল ব্যবসার অ্যাকাউন্ট" এর প্রোফাইল এবং চ্যাট থ্রেডের শিরোনামের পাশে একটি সবুজ টিক চিহ্নের ব্যাজ থাকে। আপনি যদি নিজের ঠিকানা বইয়ে ব্যবসায়ীকে যোগ না করেন তবুও ব্যবসার নামটি দেখা যাবে।
- ব্যবসার অ্যাকাউন্ট: এটি ব্যবসার জন্য ডিফল্ট স্ট্যাটাস যার মাধ্যমে যেকোনও WhatsApp Business-এর প্রোডাক্টের জন্য অ্যাকাউন্ট তৈরি করা হয়।
দ্রষ্টব্য: একটি "অফিসিয়াল ব্যবসার অ্যাকাউন্ট" থাকা মানে এই নয় যে WhatsApp এই ব্যবসাকে অনুমোদন প্রদান করছে।
সংশ্লিষ্ট রিসোর্স