সব WhatsApp অ্যাকাউন্ট মোবাইল ফোন নম্বরের সাথে সংযুক্ত। যেহেতু মোবাইল সেবা প্রদানকারীরা প্রায়শই ফোন নম্বরের পুনঃ ব্যবহার করে থাকে, এমনটি হতে পারে যে, আপনার নম্বরের পূর্বের মালিক WhatsApp ব্যবহার করেছেন।
যদি আপনার নম্বরের পূর্বের মালিক তার WhatsApp অ্যাকাউন্টটি মুছে না দিয়ে থাকেন, তবে আপনি WhatsApp এ অ্যাকাউন্ট চালু করার আগেই আপনি এবং আপনার পরিচিতিরা আপনার ফোন নম্বর দেখতে পাবেন। এছাড়াও আপনার ফোন নম্বরের সাথে সংযুক্ত থাকা আপনি অন্য কারও প্রোফাইল ফটো এবং সম্পর্কে দেখতে পাবেন।
চিন্তা করার কোনও কারণ নেই। এর মানে হলো আগের অ্যাকাউন্টটি মোছা হয়নি, সে জন্য পুরাতন অ্যাকাউন্টের সব তথ্য সিস্টেমে আছে। এর মানে এই নয় যে আপনার ফোন নম্বরের পূর্বের মালিকের জন্য আপনার নতুন ফোন নম্বর দিয়ে চালু করা WhatsApp অ্যাকাউন্টে অ্যাক্সেস আছে। আপনার কথোপকথন এবং অন্যান্য WhatsApp ডেটা নিরাপদেই আছে।
পুনঃ ব্যবহার হওয়া ফোন নম্বর সম্পর্কিত বিভ্রান্তি দূর করার জন্য আমরা অ্যাকাউন্টের কার্যকলাপের দিকে নজর রাখি। যদি কোনও অ্যাকাউন্ট ৪৫ দিন অব্যবহৃত থাকে এবং এরপরে অন্য কোনও ডিভাইসে চালু করা হয়, এর মানে আমরা ধরে নেই নম্বরটি পুনঃ ব্যবহৃত হয়েছে। এই মুহূর্তে, আমরা ফোন নম্বরের সাথে সংযুক্ত পুরাতন অ্যাকাউন্টের ডেটা মুছে ফেলব, যেমন - প্রোফাইল ফটো এবং সম্পর্কে।