ক্যাটালগ কীভাবে দেখা যায়
আপনি সহজেই বিজনেসের ক্যাটালগে তার প্রোডাক্ট বা পরিষেবা দেখতে পারেন। বিজনেসটি ক্যাটালগ তৈরি করে থাকলে সেটি তার বিজনেস প্রোফাইলে দেখা যাবে।
বিজনেস ক্যাটালগ দেখতে
- বিজনেসের সাথে চ্যাট খুলুন।
- বিজনেসটির WhatsApp Business প্রোফাইল দেখতে সেটির নামে ট্যাপ করুন।
- ক্যাটালগ-এর পাশে সব দেখুন-এ ট্যাপ করুন।
এছাড়াও, বিজনেসটির যদি কোনও সক্রিয় ক্যাটালগ থাকে, তাহলে আপনি বিজনেসের সাথে আপনার চ্যাটে থাকা শপিং বোতামটি (Android-এ
এছাড়াও আপনি নিচের যেকোনও একটি বিকল্প বেছে নিয়ে বিজনেসের ক্যাটালগ দেখতে পাবেন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে পুরো ক্যাটালগ বা নির্দিষ্ট আইটেম শেয়ার করতে পারবেন:
- WhatsApp-এর মাধ্যমে লিঙ্ক পাঠান: বিকল্পটি বেছে নিয়ে আপনি নির্দিষ্ট আইটেম/ক্যাটালগের লিঙ্ক WhatsApp-এর মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন
- লিঙ্ক কপি করুন: বিকল্পটি বেছে নিয়ে লিঙ্কটি কপি করতে পারবেন
- লিঙ্ক শেয়ার করুন: বিকল্পটি বেছে নিয়ে ইমেল বা অন্যান্য মেসেজিং অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট আইটেম/ক্যাটালগের লিঙ্ক শেয়ার করতে পারবেন
সংশ্লিষ্ট রিসোর্স
কীভাবে ক্যাটালগ থেকে প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করা যায়: Android | iPhone | ওয়েব এবং ডেস্কটপ