WhatsApp Business-এ কীভাবে কার্ট ব্যবহার করবেন
আপনি যদি WhatsApp Business-এর ব্যবহারকারী হন, তাহলে কার্ট বৈশিষ্ট্যটি অটোমেটিক্যালি পাবেন। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করার জন্য আপনার এবং আপনার গ্রাহকদের WhatsApp-এর লেটেস্ট ভার্সন আপডেট করা আছে কিনা দেখে নিন।
এই বৈশিষ্ট্যটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অর্ডার আরও সহজে ও নির্ভুলভাবে প্রসেস করা যায়।
কার্ট চালু ও বন্ধ করা
কার্ট বৈশিষ্ট্যটি চালু বা বন্ধ করতে WhatsApp Business অ্যাপটি খুলুন। এরপর, নিচের ধাপগুলি সম্পন্ন করুন:
Android
- আরও বিকল্প > বিজনেস টুল > ক্যাটালগ-এ ট্যাপ করুন।
- আরও বিকল্প > সেটিংস-এ ট্যাপ করুন।
- আপনার গ্রাহকরা যাতে কার্ট দেখতে পান, তার জন্য কার্টে যোগ করুন চালু করুন। বৈশিষ্ট্যটি বন্ধ করতে কার্টে যোগ করুন বন্ধ করুন।
iPhone
- সেটিংস > বিজনেস টুল > ক্যাটালগ-এ ট্যাপ করুন।
- আরও > সেটিংস-এ ট্যাপ করুন।
- আপনার গ্রাহকরা যাতে কার্ট দেখতে পান, তার জন্য কার্টে যোগ করুন চালু করুন। বৈশিষ্ট্যটি বন্ধ করতে কার্টে যোগ করুন বন্ধ করুন।
ওয়েব/ডেস্কটপ
- আপনার চ্যাট তালিকার উপরে আরও
| > ক্যাটালগ-এ ক্লিক করুন। - এরপর, আরও
| > সেটিংস-এ ক্লিক করুন। - আপনার গ্রাহকরা যাতে কার্ট দেখতে পান, তার জন্য কার্টে যোগ করুন বিভাগে চালু করুন-এ ক্লিক করুন। বৈশিষ্ট্যটি বন্ধ করতে বন্ধ করুন-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- গ্রাহকরা নিজেদের কার্টে যোগ করা প্রোডাক্ট চেক আউট করতে পারবেন না।
- আপনি নিজের কার্টের সেটিংস পরিবর্তন করলে সেটি পরিবর্তন হতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। আপনি যদি কার্ট বৈশিষ্ট্যটি বন্ধও করে রাখেন, তবুও ঐ ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছ থেকে কার্ট পেতে পারেন।