কীভাবে Facebook শপের লিঙ্ক WhatsApp-এ শেয়ার করা ও দেখা যায়
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্যটি আপনার কাছে উপলভ্য নাও হতে পারে।
আপনি Facebook শপ থেকে নিজের প্রোডাক্ট পেজের লিঙ্ক শেয়ার করতে পারবেন যাতে এটি সরাসরি WhatsApp-এ খোলা যায় এবং ব্যবহারকারীরা ব্যবসার শপ এক্সপ্লোর করার সময় যাতে WhatsApp-এ থাকতে পারেন।
WhatsApp-এর প্রোডাক্ট পেজের লিঙ্ক শেয়ার করুন
- Facebook-এ প্রোডাক্টের পেজটি খুলুন, এরপর
> আরও বিকল্পতে ট্যাপ করুন। - WhatsApp আইকনে ট্যাপ করুন।
- যে ব্যক্তি বা গ্রুপের সাথে প্রোডাক্টের পেজ শেয়ার করতে চান তা বেছে নিন।
- 'পাঠান' বোতামটি অথবা পরবর্তী -তে ট্যাপ করুন।
- আপনার মেসেজ ড্রাফট করুন। দ্রষ্টব্য: প্রোডাক্ট পেজের লিঙ্কটি আপনার মেসেজের সাথে অ্যাটাচ করা হবে।
বা -এ ট্যাপ করুন।
WhatsApp-এ প্রোডাক্ট পেজের লিঙ্ক খুলুন
WhatsApp চ্যাটে পাঠানো প্রোডাক্ট পেজের লিঙ্কটি ট্যাপ করলে প্রোডাক্টের পেজটি সরাসরি WhatsApp-এ খুলবে। সেখানে আপনি যা করতে পারেন:
- ব্যবসার অফার করা অন্যান্য প্রোডাক্ট ও পরিষেবা খুঁজে দেখার জন্য আরও কেনাকাটা করুন বিভাগের ছবিতে এক্সপ্লোর করুন।
- এই শপের সাথে যুক্ত ব্যবসার প্রোফাইল দেখতে ব্যবসার নাম ট্যাপ করুন।
- মেসেজ-এ ট্যাপ করে আপনি যে নির্দিষ্ট প্রোডাক্টটি দেখছেন সেটির বিষয়ে জানতে ব্যবসার সাথে কথোপকথন শুরু করতে পারবেন।
দ্রষ্টব্য: WhatsApp-এ চ্যাট থেকে প্রথমবার কোনও শপের লিঙ্ক ট্যাপ করলে আপনাকে WhatsApp-এর ডেটা নীতি সম্পর্কিত ব্যবহারকারীর বিজ্ঞপ্তির অনুরোধ জানানো হবে। চালিয়ে যান ট্যাপ করে ব্যবহারকারীর বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত শর্তাবলী গ্রহণ করুন। WhatsApp-এর ডেটা নীতি সম্পর্কে আরও জানতে, এই নিবন্ধটি পড়ুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
কীভাবে একটি ব্যবসাকে তার Facebook শপ থেকে WhatsApp-এ মেসেজ করবেন