কীভাবে আপনার WhatsApp Business অ্যাকাউন্ট Facebook 'শপ'-এ লিঙ্ক করবেন
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্যটি আপনার কাছে এখনও উপলভ্য নাও হতে পারে।
আপনার Facebook শপে নিজের WhatsApp Business অ্যাকাউন্ট লিঙ্ক করলে আপনার শপে ভিজিট করা গ্রাহকরা WhatsApp Business অ্যাপের মাধ্যমে আপনাকে সরাসরি মেসেজ পাঠানোর বিকল্প পাবেন।
অ্যাকাউন্ট লিঙ্ক করতে হলে, আপনার অবশ্যই:
- একটি WhatsApp Business অ্যাকাউন্ট থাকতে হবে।
- আপনাকে নিজের Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাডমিন হতে হবে।
- আপনার Facebook পেজ এবং ক্যাটালগ সেই একই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে।
- Facebook পেজের জন্য পেজ পরিচালনা করুন -এর অনুমতি এবং বিজনেস ম্যানেজারে ক্যাটালগের জন্য ক্যাটালগ পরিচালনা করুন-এর অনুমতি থাকতে হবে।
আপনার শপে নিজের WhatsApp Business অ্যাকাউন্ট লিঙ্ক করুন
শুরু করার জন্য Facebook কমার্স ম্যানেজারে শপ তৈরি করুন। এই প্রক্রিয়াটি সম্পর্কে এই নিবন্ধটি থেকে আরও জানুন।
এরপর, আপনার WhatsApp Business নম্বরটি নিজের শপে যোগ করুন এবং প্রাথমিক যোগাযোগের পদ্ধতি হিসেবে WhatsApp-কে সেট করুন। কীভাবে এই ধাপগুলি করতে হবে তার বিশদ নির্দেশাবলী সম্পর্কে জানতে এই নিবন্ধটি পড়ুন।
সংশ্লিষ্ট রিসোর্স:
- WhatsApp-এ Facebook 'শপ'-এর ব্যবহার সম্পর্কে
- কীভাবে WhatsApp-এ নিজের Facebook 'শপ'-এর লিঙ্ক শেয়ার করবেন