iPhone-এ WhatsApp ৪০টিরও বেশি ভাষায় পাওয়া যায় এবং Android-এর জন্য ৬০টি পর্যন্ত ভাষায় উপলভ্য আছে। আপনার ফোনে সেট করা ভাষা WhatsApp ব্যবহার করে। যেমন, আপনার ফোনের ভাষা যদি স্প্যানিশে পরিবর্তন করেন তাহলে WhatsApp অটোমেটিক্যালি স্প্যানিশ ভাষাতে ব্যবহার করতে পারবেন।
Android: আপনার ফোনের সেটিংস > সিস্টেম > ভাষা ও ইনপুট > ভাষা-তে যান। উপরে নিয়ে যেতে ভাষাতে ট্যাপ করে ধরে রাখুন অথবা ভাষা যোগ করুন
iPhone: iPhone-এর Settings > সাধারণ > ভাষা এবং অঞ্চল > iPhone-এর ভাষা-তে যান। একটি ভাষা বেছে নিন, এরপর {language}-তে পরিবর্তন করুন।
KaiOS: অ্যাপ মেনুতে সেটিংস চাপুন > ব্যক্তিগতকরণ বেছে নিতে পাশে স্ক্রল করুন >নিচের দিকে স্ক্রল করে ভাষা-তে চাপুন> ভাষা-তে চাপুন > যে ভাষাটি ব্যবহার করতে চান সেটি বেছে > ঠিক আছে বা বেছে নিন চাপুন।
আপনি ফোনে যে ভাষা বেছে নেবেন সেটি আপনার WhatsApp Web-এ দেখাবে।
আপনি যদি Android ফোন ব্যবহার করেন তাহলে অ্যাপের মধ্যেই WhatsApp এর ভাষা পরিবর্তন করার বিকল্প থাকতে পারে। এই বিকল্পটি যদি না দেখতে পান তাহলে আপনার দেশে সম্ভবত এটি উপলভ্য নয়।