'দ্রুত উত্তর' সেভ করা যাচ্ছে না
আপনি 'দ্রুত উত্তর' সেভ করতে না পারলে, নিচের ফর্ম্যাটের সকল নিয়ম মেনে এটি করা হয়েছে কিনা সেটি দেখে নিন।
- সর্বাধিক ৫০টি দ্রুত উত্তর সেভ করা যাবে।
- দ্রুত উত্তরের শর্টকাটের সর্বাধিক দৈর্ঘ্য হবে ২৫টি অক্ষর।
- শর্টকাটে স্পেস রাখা যাবে না।
- সবগুলি শর্টকাট অবশ্যই ফরোয়ার্ড স্ল্যাশ / দিয়ে শুরু করতে হবে।
- প্রতিটি দ্রুত উত্তরের জন্য সর্বাধিক তিনটি কীওয়ার্ড রাখা যাবে।
- কীওয়ার্ডে কোনও স্পেস অথবা বর্ণ নয়, সংখ্যা নয় এমন অক্ষর রাখা যাবে না।
- বর্ণ ও সংখ্যাসহ একটি একক কীওয়ার্ডের সর্বাধিক দৈর্ঘ্য ১৫টি অক্ষর হবে।