WhatsApp Business অ্যাপের সাথে 'শপ'-এর যুক্ত হওয়া সম্পর্কে
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্যটি আপনার কাছে এখনও উপলভ্য নাও হতে পারে।
Facebook 'শপ' একটি টুল যার মাধ্যমে বিজনেসের মালিক নিজের বিজনেসের জন্য কাস্টমাইজ করা শপিং এর অভিজ্ঞতা তৈরি করতে পারবেন এবং Facebook সংস্থার সকল অ্যাপের সাথে সহজেই যুক্ত হতে পারবেন। বিজনেসের মালিক যে প্রোডাক্ট এবং পরিষেবা বিক্রি করেন তা শপের মাধ্যমে দেখাতে পারবেন এবং সম্ভাব্য গ্রাহকের সাথে কানেক্ট করতে পারবেন। যেকোনও উঠতি বিজনেসের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ টুল।
দ্রষ্টব্য: শুধুমাত্র WhatsApp Business অ্যাপে রেজিস্টার করা ফোন নম্বর শপে লিঙ্ক করা যাবে।