Facebook পেজের সাথে WhatsApp Business সিঙ্ক করা সম্পর্কে
WhatsApp Business অ্যাপ ব্যবহার করার সময় নিজের Facebook পেজটি আপনার WhatsApp Business অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন। এছাড়াও আপনি নিজের WhatsApp Business অ্যাকাউন্টের সাথে Facebook পেজ থেকে বিজনেসের তথ্য সিঙ্ক করতে পারবেন।
WhatsApp Business অ্যাকাউন্ট লিঙ্ক করতে ব্যবহারকারীর এগুলি থাকতে হবে:
- নিজের বিজনেসের Facebook পেজ
- WhatsApp Business অ্যাপে একটি অ্যাকাউন্ট
- উভয় মোবাইল অ্যাপেরই লেটেস্ট ভার্সন
নিজের WhatsApp Business অ্যাকাউন্টে Facebook 'পেজ' লিঙ্ক করা হয়ে গেলে নিজের Facebook 'পেজ' থেকে বিজনেসের তথ্য WhatsApp Business অ্যাকাউন্টে সিঙ্ক করতে পারবেন। অর্থাৎ Facebook পেজের তথ্য দিয়ে আপনার WhatsApp Business অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।
সিঙ্ক চালু করা হলে WhatsApp Business অ্যাপে আপনার বিজনেস প্রোফাইলের বিভাগ, লিঙ্ক করা Facebook পেজ থেকে নিচের তথ্যসহ অটোমেটিক্যালি পূরণ হবে:
- বিজনেসের সময়
- ঠিকানা
- বর্ণনা
- ক্যাটাগরি
- ওয়েবসাইটের URL
- ইমেল