একটি ব্যবসার নাম, অবশ্যই একটি ব্যবসার বা সংস্থার কাজের সাথে মানানসই হওয়া উচিত।
একটি “অফিসিয়াল ব্যবসার অ্যাকাউন্টের" জন্য উপযুক্ত হতে গেলে, ব্যবসার নামে এইগুলি লেখা যাবে না:
দ্রষ্টব্য: ফরম্যাট করার এই নির্দেশিকা সেই সমস্ত ব্যবসার জন্য প্রযোজ্য নয় যারা আগে থেকেই বাইরে এই ভাবে ব্র্যান্ড করছেন। সেই ক্ষেত্রে, WhatsApp Business এ যে ব্যবসার নাম ব্যবহার করা হচ্ছে তাতে যতিচিহ্ন, বড় হাতের লেখা, ইত্যাদি সব থাকতে পারে ঠিক যেমন বাইরের ব্র্যান্ডিং এ ব্যবহার করা হচ্ছে।
এছাড়াও ব্যবসার নাম শুধু নিম্নলিখিত দিয়ে লেখা যাবে না:
পরিশেষে, ব্যবসার নামের মধ্যে কখনই “WhatsApp” শব্দের প্রকারভেদ রাখা যাবে না। আরও জানতে আমাদের ব্র্যান্ডের নির্দেশিকা দেখুন।
দ্রষ্টব্য: আপনার ব্যবসার অ্যাকাউন্টটি যদি "অফিসিয়াল ব্যবসার অ্যাকাউন্ট" হিসেবে তালিকাভুক্ত থাকে, সে ক্ষেত্রে ব্যবসার নাম পরিবর্তন করলে আপনার অ্যাকাউন্টটি তার "অফিসিয়াল ব্যবসার অ্যাকাউন্টের" স্ট্যাটাস হারাতে পারে।