ফোন পরিবর্তন করা সম্পর্কে
আপনি একই ধরনের ফোন যেমন Android থেকে Android-এ অথবা ভিন্ন ধরনের ফোন যেমন iPhone থেকে Android-এ পরিবর্তন করতে পারবেন।
একই ধরনের ফোনে পরিবর্তন
আপনি একই ধরনের ফোনে পরিবর্তন করতে চাইলে আপনার পূর্ববর্তী চ্যাট ট্রান্সফারের জন্য একটি বিকল্প পেতে পারেন। Android বা iPhone-এ আপনার পূর্ববর্তী চ্যাট ট্রান্সফার করা সম্পর্কে আরও জানুন।
ভিন্ন ধরনের ফোনে পরিবর্তন
আপনি ভিন্ন ধরনের ফোনে পরিবর্তন করতে চাইলে:
- আপনার অ্যাকাউন্টের তথ্য যেমন প্রোফাইলের ফটো, সম্পর্কে, একক চ্যাট, গ্রুপ চ্যাট ও সেটিংস রাখতে পারবেন।
- নিজের পূর্ববর্তী চ্যাট এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করার বিকল্পটি বর্তমানে শুধুমাত্র iPhone iOS ডিভাইস থেকে Samsung Android ডিভাইসে পরিবর্তন করার ক্ষেত্রেই উপলভ্য আছে, তবে আমরা কয়েক মাসের মধ্যেই Android এবং iOS উভয় ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি প্রদান করব। কীভাবে আপনি এটি করবেন সে সম্পর্কে জানতে এই নিবন্ধটি দেখুন।
আপনার ফোন নম্বর অপরিবর্তিত রাখুন
আপনার নতুন ফোনে WhatsApp ডাউনলোড করুন, এরপর আপনার ফোন নম্বরটি রেজিস্টার করুন।
নতুন ফোন নম্বরে পরিবর্তন করুন
- আপনার নতুন ফোনে WhatsApp ডাউনলোড করুন, এরপর আপনার নতুন ফোন নম্বরটি রেজিস্টার করুন।
- আপনার পুরনো ফোন নম্বরের WhatsApp অ্যাকাউন্টটি বাদ দিন।
আপনি যদি নিজের পুরনো ফোন নম্বরের অ্যাকাউন্টটি বাদ দিতে ভুলে যান এবং আপনার পুরনো ফোন নম্বরে যদি অ্যাক্সেস না থাকে, তাহলে আপনার পুরনো ফোন নম্বরের নতুন মালিক যদি ৪৫ দিন পর নতুন ফোনে WhatsApp চালু করেন সেক্ষেত্রে সেই ফোন নম্বরের সাথে সংযুক্ত আপনার অ্যাকাউন্টের সকল তথ্য বাদ হয়ে যাবে।
দ্রষ্টব্য: আপনার পুরনো ফোনটি যদি কাউকে দিয়ে দেন বা আপনার মোবাইল পরিষেবা প্রদানকারীর নিকট ফেরত দেন তাহলে আগেই আপনার সকল ডেটা, প্রয়োজনে SD কার্ডটিও মুছতে ভুলবেন না। এর ফলে, আপনার কোনও ব্যক্তিগত ডেটা যেমন WhatsApp-এর পূর্ববর্তী চ্যাট, অন্য কারও হাতে পরবে না।
সংশ্লিষ্ট রিসোর্স:
- ফোন নম্বর পরিবর্তন করা সম্পর্কে
- কীভাবে আপনার ফোন নম্বর পরিবর্তন করবেন: Android | iPhone
- ফোন নম্বর পরিবর্তন করতে পারছেন না