'নম্বর পরিবর্তন করুন' বৈশিষ্ট্যটির মাধ্যমে আপনি নিজের WhatsApp অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা ফোন নম্বরটি পরিবর্তন করতে পারবেন। WhatsApp-এ আপনার ফোন নম্বর পরিবর্তন করলে:
আপনার ফোন নম্বর পরিবর্তনের বিষয়টি আপনার পরিচিতিদের জানাতে চান কিনা সেটি বেছে নিতে পারবেন। আপনি আপনার পরিচিতিদের জানানোর বিষয়টি বেছে না নেওয়া স্বত্ত্বেও আপনার ফোন নম্বর পরিবর্তন করার সময় আপনার গ্রুপ চ্যাটে তা জানানো হবে। আপনার পরিচিতিদের সাথে কানেক্ট থাকতে আমরা পরামর্শ দেব যে আপনি ফোন নম্বর পরিবর্তন করার আগে আপনার নতুন ফোন নম্বর সম্পর্কে তাদেরকে জানান এবং তাদের ফোনের ঠিকানা বইয়ে প্রয়োজনীয় পরিবর্তন করতে বলুন।
দ্রষ্টব্য: আপনি যদি আপনার ফোন নম্বর পরিবর্তন করে ওই একই ফোনে নতুন ফোন নম্বরের ব্যবহার চালিয়ে যান, সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী চ্যাট সেই ফোনে থেকে যাবে।