ক্যাটালগ সম্পর্কে
ক্যাটালগ তৈরি করে WhatsApp Business অ্যাপের ব্যবহারকারীরা সহজেই গ্রাহকদের কাছে নিজের প্রোডাক্ট ও পরিষেবা তুলে ধরতে ও শেয়ার করতে পারেন। ক্যাটালগটি বিজনেস প্রোফাইলে দেখানো হয়।
ক্যাটালগের প্রতিটি প্রোডাক্ট বা পরিষেবায় ঐচ্ছিক ফিল্ড যেমন দাম, বর্ণনা, ওয়েবসাইটের লিঙ্ক এবং প্রোডাক্ট কোডের পাশাপাশি একটি অনন্য শিরোনাম থাকে। এই শনাক্তকারীসমূহের মাধ্যমে গ্রাহকরা সহজেই ক্যাটালগের প্রোডাক্ট শনাক্ত করতে পারবেন। বিজনেসের মালিকরা তাদের ক্যাটালগে সর্বাধিক ৫০০টি প্রোডাক্ট বা পরিষেবা আপলোড করতে পারবেন।
ক্যাটালগ আপ-টু-ডেট থাকলে বর্তমান ও সম্ভাব্য গ্রাহকরা বিজনেসের প্রোডাক্ট বা পরিষেবা ব্রাউজ করে বিজনেসের সাথে যোগাযোগ করতে পারবেন। গ্রাহকরা নিজেদের পছন্দের প্রোডাক্ট বা পরিষেবা বেছে নেওয়ার পাশাপাশি সেগুলি নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারবেন, আবার বিজনেসকে মেসেজ পাঠিয়ে প্রশ্ন করতেও পারবেন।
ক্যাটালগ শেয়ার করার মাধ্যমে ছোট বিজনেসগুলি নিজেদের ক্যাটালগ প্রোমোট করে আরও সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে। WhatsApp Business-এর ব্যবহারকারীরা তাদের সাথে আগে থেকে কানেক্ট থাকা গ্রাহকদের কাছে নিজেদের সম্পূর্ণ ক্যাটালগ পাঠাতে পারবেন। এছাড়াও, তারা নিজের ক্যাটালগের লিঙ্কটি সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনও জায়গায় শেয়ার করতে পারবেন, এর ফলে সম্ভাব্য ক্রেতারা তাদের বিজনেসের খোঁজ পেয়ে প্রোডাক্ট বা পরিষেবা সম্পর্কে জানতে সরাসরি বিজনেসকে মেসেজ পাঠাতে পারবেন।
সংশ্লিষ্ট রিসোর্স
- কীভাবে ক্যাটালগ তৈরি এবং পরিচালনা করবেন: Android | iPhone| ওয়েব এবং ডেস্কটপ
- কীভাবে নিজের ক্যাটালগে কালেকশন তৈরি এবং পরিচালনা করবেন: Android | iPhone | ওয়েব এবং ডেস্কটপ
- কীভাবে নিজের গ্রাহকদের সাথে প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করবেন: Android | iPhone | ওয়েব এবং ডেস্কটপ
- কীভাবে ক্যাটালগ দেখবেন