অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া সম্পর্কে
আপনার অ্যাকাউন্ট যদি নিষিদ্ধ করা হয়, তাহলে WhatsApp-এ অ্যাক্সেস করতে চাইলে আপনি নিচের মেসেজটি দেখতে পাবেন: "আপনার ফোন নম্বর দিয়ে WhatsApp-এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সাহায্যের জন্য সহায়তায় যোগাযোগ করুন।"
যদি আমরা নিশ্চিত হই যে অ্যাকাউন্টটির কার্যক্রম আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করছে, তাহলে আমরা উক্ত অ্যাকাউন্টকে নিষিদ্ধ করি।
WhatsApp-এর সঠিক ব্যবহার ও আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে এমন অ্যাক্টিভিটি সম্পর্কে আরও জানার জন্য পরিষেবার শর্তাবলী থেকে “আমাদের পরিষেবার গ্রহণযোগ্য ব্যবহার” বিভাগটি গুরুত্বসহকারে পড়ুন। কীভাবে দায়িত্বশীলভাবে WhatsApp ব্যবহার করতে হয় সে সম্পর্কে আরও জানতে 'সহায়তা কেন্দ্র' বিষয়ক নিবন্ধটি পড়ুন।
অনুগ্রহ করে মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আগে সতর্কতা জারি নাও করা হতে পারে। যদি আপনি মনে করেন আপনার অ্যাকাউন্ট ভুলবশত নিষিদ্ধ করা হয়েছে, তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেল করুন এবং আপনার বিষয়টি আমরা খতিয়ে দেখব।