আপনি গ্রুপের কাউকে মেসেজের মধ্যে উল্লেখ করতে "@" চিহ্নটি লিখুন এবং সেই পরিচিতির নাম নির্বাচন করুন। আপনি কোনও পরিচিতিকে উল্লেখ করার পর, সেই পরিচিতিকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হবে যে কেউ তাকে উল্লেখ করেছেন।
দ্রষ্টব্য: গ্রুপে কোনও পরিচিতিকে উল্লেখ করা হলে, সেই পরিচিতিটি বিজ্ঞপ্তিগুলি মিউট করে রাখার পরেও সেগুলো পাবেন, যদি না তিনি আপনার নিজস্ব চ্যাটও মিউট করে রাখেন।
আপনি কোনও গ্রুপ থেকে দূরে থাকাকালীন, গ্রুপের নিচের কোণায় "@" বোতাম ট্যাপ করে আপনাকে উল্লেখ করা হয়েছে এমন অথবা উত্তর দেওয়া মেসেজগুলো দ্রুত দেখতে পারেন।