আপনি সবার জন্য বা শুধুমাত্র নিজের জন্য মেসেজগুলো মুছে ফেলতে পারেন।
সবার জন্য মেসেজ মুছে ফেলতে
সবার জন্য মেসেজ মুছে ফেলা বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি কোনও গ্রুপ বা কোনও একজনকে পাঠানো চ্যাটের নির্দিষ্ট কোনও মেসেজ মুছে ফেলতে পারবেন। এটি বিশেষত আপনি ভুল চ্যাটে কোনও মেসেজ পাঠালে অথবা পাঠানো মেসেজে কোনও ভুল থাকলে ব্যবহার করতে পারেন।
যে মেসেজ আপনি সফলভাবে সবার জন্য মুছে ফেলছেন সেগুলিতে প্রাপকের চ্যাটে _“এই মেসেজটি মুছে ফেলা হয়েছে”_ হিসেবে দেখানো হবে (*)। একইভাবে আপনি যদি কোনও চ্যাটে _“এই মেসেজটি মুছে ফেলা হয়েছে”_ দেখতে পান তার মানে হলো যে প্রেরক তার মেসেজ সবার জন্য মুছে ফেলেছেন।
সবার জন্য মেসেজ মুছে ফেলতে:
- WhatsApp খুলুন এবং আপনি যে চ্যাটের মেসেজ মুছে ফেলতে চান সেটিতে যান।
- মেসেজটি ট্যাপ করে ধরুন, এরপর মেনু থেকে মুছুন
বেছে নিন। এছাড়াও, একবারে একাধিক মেসেজ মুছে ফেলতে আরও মেসেজ বেছে নিতে পারবেন।
- অনুরোধ জানানো হলে, আরও
ট্যাপ করুন > এরপর মেনু থেকে মুছুন বেছে নিন।
- মুছুন
> সবার জন্য মুছুন ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
- সফলভাবে সবার জন্য মেসেজগুলো মুছতে আপনাকে এবং আপনার প্রাপককে Android, iPhone অথবা Windows Phone এর জন্য WhatsApp এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে।
- (*) যদি আপনি বা আপনার প্রাপক Android, iPhone বা Windows Phone এর জন্য WhatsApp এর সর্বশেষ সংস্করণ ব্যবহার না করেন, তবে এই বৈশিষ্ট্যটি সমর্থন করবে না।
- মেসেজ মুছে ফেলার আগে বা সফলভাবে মোছা না হলে প্রাপক আপনার মেসেজটি হয়ত দেখতে পারবে।
- সবার জন্য মুছে ফেলা সফল না হলে আপনাকে জানানো হবে না।
- মেসেজ পাঠানোর পর এক ঘণ্টার মধ্যে সবার জন্য মুছুন বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন।
নিজের জন্য মেসেজ মুছে ফেলতে
নিজের মেসেজ মুছে ফেলার জন্য আপনাকে নিজের ফোন থেকে পাঠানো বা পাওয়া মেসেজের কপি মুছতে হবে। এটি আপনার প্রাপকদের চ্যাটগুলিতে কোনও প্রভাব ফেলে না। এরপরেও আপনার প্রাপক তার চ্যাট স্ক্রিনে মেসেজ দেখতে পাবে। নিজের জন্য মেসেজ মুছে ফেলতে:
- WhatsApp খুলুন এবং আপনি যে চ্যাটের মেসেজ মুছে ফেলতে চান সেটিতে যান।
- মেসেজটি ট্যাপ করে ধরুন, এরপর মেনু থেকে মুছুন
বেছে নিন। এছাড়াও, একবারে একাধিক মেসেজ মুছে ফেলতে আরও মেসেজ বেছে নিতে পারবেন।
- অনুরোধ জানানো হলে, আরও
ট্যাপ করুন > এরপর মেনু থেকে মুছুন বেছে নিন।
- মুছুন
> আমার জন্য মুছুন ট্যাপ করুন।
দ্রষ্টব্য: অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন যে আমরা আপনার মেসেজগুলি মুছে ফেলতে পারব না কেননা মেসেজগুলি একবার পাঠানো হলে সেগুলো আমরা আমাদের সার্ভারে সংরক্ষণ করি না।
কীভাবে মেসেজ মুছবেন তা জানুন এখানে: Android | Windows Phone