WhatsApp কোন ব্রাউজার ছাড়াই আপনার ডেস্কটপ থেকে ব্যবহার করা সম্ভব। আপনার কম্পিউটারে WhatsApp ইন্সটল করার জন্য কোন ব্রাউজার ব্যবহার করে আমাদের ওয়েবসাইট এক্সেস করুন অথবা Apple অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন। শুধুমাত্র Windows 8 (অথবা আরও নতুন) অথবা Mac OSX 10.9 (অথবা আরও নতুন) অপারেটিং সিস্টেমেই ইন্সটল করা সম্ভব। বাকি সকল অপারেটিং সিস্টেমের জন্য ব্রাউজার থেকে এখানেWhatsApp ব্যবহার করা যেতে পারে।
১. আপনার কম্পিউটারের ব্রাউজারে খুলে ডাউনলোড পেইজে গিয়ে .exe ফাইলটি ডাউনলোড করুন।
২. ডাউনলোড শেষ হওয়ার পরে আপনার কম্পিউটারে WhatsApp ইন্সটল করার জন্য WhatsApp.exe খুলুন।
৩. ইন্সটল শেষ হওয়ার পরে, WhatsApp চালু করুন এবং লগইন করার জন্য QR কোডটি স্ক্যান করুন।
১. আপনার কম্পিউটারের ব্রাউজারে খুলে ডাউনলোড পেইজে গিয়ে .zip ফাইলটি দাউনলোড করুন।
২. ডাউনলোড শেষ হওয়ার পরে WhatsApp চালু করার জন্য zip ফাইলটি টি খুলুন।
৩. প্রথমবার ইন্সটল করার পরে আপনি WhatsApp কে অ্যাপ্লিকেশন ফোল্ডার এবং ডেস্কটপে ডকে যোগ করতে চান কিনা সেটা জিজ্ঞাসা করা হবে।
৪. ইন্সটল শেষ হওয়ার পরে, WhatsApp চালু করুন এবং লগইন করার জন্য QR কোডটি স্ক্যান করুন।
বিকল্পভাবে, আপনি Apple অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড ও ইন্সটল করতে পারবেন।
লক্ষ্য করুন: ARM প্রসেসর এবং Linux নির্ভর সিস্টেম সমর্থন করা হয় না।