আপনি হয়ত অননুমোদিত কোন তৃতীয়পক্ষ থেকে স্প্যাম পেয়েছেন, যা WhatsApp পাঠায় নি।
আমাদের সিস্টেমের মাধ্যমে আসা স্প্যাম বার্তা কমাতে আমরা সযত্নে কাজ করি। ব্যবহারকারীরা যেন একে অপরের সঙ্গে নিরাপদে যোগাযোগ করতে পারেন সেটিই আমাদের কাছে অগ্রাধিকার পায়। তবে, সাধারণ SMS বা ফোন কলের মতই অন্যান্য WhatsApp ব্যবহারকারী যাদের কাছে আপনার ফোন নম্বর আছে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আর এজন্যই আমরা আপনাকে এসব বার্তা সনাক্ত এবং পরিচালনা করতে সাহায্য করতে চাই।
অননুমোদিত তৃতীয় পক্ষের থেকে অবাঞ্ছিত বার্তা অনেক ভাবেই আসতে পারে, যেমন স্প্যাম হিসেবে, ধাপ্পাবাজি এবং ফিশিং কল হিসেবে ইত্যাদি। এইসব বার্তাকে একত্রে অননুমোদিত তৃতীয় পক্ষ থেকে অযাচিত বার্তা হিসেবে ধরা হয় এবং এগুলো চেষ্টা করে বিভিন্নভাবে আপনাকে ধোঁকা দিয়ে কোন একটি নির্দিষ্ট কাজ আদায় করে নিতে।
আপনি একটি কূট পরিকল্পনার লক্ষ্য হতে পারেন যদি নিম্নলিখিত কোন একটি বার্তা WhatsApp বা ই-মেইলের মাধ্যমে পেয়ে থাকেন:
আমরা সবসময়ে সুপারিশ করি আপনি প্রেরককে ব্লক করে দিন, বার্তাটি অবজ্ঞা করুন এবং মুছে দিন। ব্লকিং সম্পর্কে আরও জানতে এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের আর্টিকেলটি পড়ুন। আপনার পরিচিতিদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করতে এসব বার্তা কখনো তাদের কাছে ফরওয়ার্ড করবেন না
এসব ধাপ্পাবাজি বার্তা সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের ব্লগ পোস্টটি পড়ুন।