আমাদের সম্প্রচার তালিকা বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি একই সময়ে অনেকগুলো পরিচিতির কাছে একই বার্তা পাঠাতে পারবেন।
সম্প্রচার তালিকা হল এমন একটি তালিকা যেখানে আপনার কিছু পছন্দ করা পরিচিতির নাম থাকে যাদেরকে বারবার নির্বাচন করা ছাড়াই বার্তা সম্প্রচার করতে পারবেন।
সম্প্রচার তালিকা তৈরি করতেঃ
সম্প্রচার তালিকা তৈরি করার জন্য:
এতে একটি নতুন সম্প্রচার তালিকা তৈরি হবে। আপনি যখন সম্প্রচার তালিকায় একটি বার্তা পাঠাবেন, এটি ওই সম্প্রচার তালিকায় কোন বার্তা পাঠালে যাদের ঠিকানা বইয়ে আপনার নাম্বার সংরক্ষণ করা আছে তাদের সবার কাছে যাবে। প্রাপকরা স্বাভাবিক বার্তার মতই এই বার্তাটি পাবে। যখন তারা এর উত্তর দেবে সেটি আপনার চ্যাট স্ক্রিনে স্বাভাবিক বার্তার মতই আসবে; তার উত্তর সম্প্রচার তালিকার অন্য প্রপকদের কাছে পাঠানো হবে না।
সম্প্রচার তালিকা ব্যবহার সম্পর্কে আরও জানতে: Android | Windows Phone