WhatsApp এর আপনার ফটো তোলার কোন আগ্রহ নেই। আমরা শুধুমাত্র আপনি যেন আপনার কাছের মানুষের সাথে ছবিসহ সহজে কথোপকথন চালিয়ে যেতে পারেন সেটা চাই। আপনার গোপনীয়তা ও নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা নিশ্চিত করতে চাই আপনি যেন সহজেই অ্যাপলিকেশনটি ব্যবহার করতে পারেন।
WhatsApp এর Android সংস্করণে একটি ক্যামেরা বোতাম আছে যা ফোন ব্যবহার করে থেকে সরাসরি ছবি বা ভিডিও তুলতে পারবেন। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে WhatsApp যখন আপনার কাছে ক্যামেরা ব্যবহারের অনুমতি চাবে তখন সেটা দিতে হবে। নিশ্চিত থাকুন যে WhatsApp কখনই আপনার হয়ে ছবি বা ভিডিও তুলবে না।