WhatsApp এর ক্লিক টু চ্যাট বৈশিষ্ট্যটি আপনার ঠিকানা বইতে কারও নাম্বার সংরক্ষিত না থাকলেও তাদের সাথে চ্যাট শুরু করতে দেয়। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ওই ব্যক্তির ফোন নাম্বার আছে, আপনি একটি লিংক তৈরি করতে পারবেন যা আপনাকে তার সাথে চ্যাট শুরু করতে দিবে। এই লিংকটি ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির সাথে একটি চ্যাট খুলবে। ক্লিক টু চ্যাট আপনর ফোন এবং WhatsApp Web উভয়েই কাজ করবে।
নিজের লিংক তৈরি করার জন্য https://api.whatsapp.com/send?phone=
এবং এরপরে ওই ব্যক্তির সম্পূর্ণ ফোন নম্বর পূর্ণ আন্তর্জাতিক ফরম্যাটে ব্যবহার করুন। আন্তর্জাতিক ফরম্যাটে নাম্বার লিখার সময়ে যদি কোন শুন্য, বন্ধনী অথবা ড্যাশ থেকে থাকে সেগুলো বাদ দিন। আন্তর্জাতিক নাম্বার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন। মনে রাখবেন, এই ফোন নাম্বারের WhatsApp এ একটি কার্যকর অ্যাকাউন্ট থাকতে হবে।
ব্যবহার করুন: https://api.whatsapp.com/send?phone=
15551234567
ব্যবহার করবেন না: https://api.whatsapp.com/send?phone=+
001-(555)1234567
আগের থেকেই লেখা লিংকের জন্য যা স্বয়ংক্রিয়ভাবে চ্যাটের টেক্সট ফিল্ডে আসবে https://api.whatsapp.com/send?phone=whatsappphonenumber&text=urlencodedtext
ব্যবহার করুন যেখানে whatsappphonenumber
আন্তর্জাতিক ফরম্যাটে লিখা ফোন নম্বর এবং urlencodedtext
হল আগে থেকেই লিখা URL এ এনকোড করা বার্তা।
উদাহরণ: https://api.whatsapp.com/send?phone=
15551234567
&text=যে%20গাড়িটি%20বিক্রি%20করছেন%20সেটি%20কিনতে%20আগ্রহী
শুধুমাত্র আগে থেকে লেখা বার্তাসহ লিংকের জন্য https://api.whatsapp.com/send?text=urlencodedtext
ব্যবহার করুন
উদাহরণ: https://api.whatsapp.com/send?text=
আমি%20বাড়ি%20ভাড়ার%20সম্পর্কে%20জানতে%20চাচ্ছি
লিংকটি ক্লিক করার পরে আপনাকে একটি পরিচিতির তালিকা দেখানো হবে যাদেরকে আপনি বার্তাটি পাঠাতে পারবেন।