WhatsApp এর মধ্যে গোপনীয়তা এবং ঘনিষ্ঠতা রক্ষা করার জন্য আমরা আপনার মেসেজের ফরওয়ার্ড সীমাবদ্ধ করি। আপনি মেসেজ ফরওয়ার্ড করার সময় একবারে সর্বোচ্চ পাঁচটি চ্যাটে শেয়ার করতে পারবেন।
কোনও মেসেজ একজন ব্যবহারকারীর কাছে থেকে অন্য ব্যবহারকারীর কাছে পাঁচবারের বেশি ফরওয়ার্ড করা হলে, সেটি দুইটি তীর আইকন দ্বারা দেখানো হবে। কোনও মেসেজ বেশ কয়েক বার ফরওয়ার্ড করা হলে সেটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা হবে।