কীভাবে 'ভিডিও কল' করবেন
ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনি WhatsApp ব্যবহার করে নিজের পরিচিতিদেরকে ভিডিও কল করতে পারবেন।
'ভিডিও কল' করতে
- আপনি যে পরিচিতিকে ভিডিও কল করতে চান তার চ্যাটটি খুলুন।
- ভিডিও কল
-এ ট্যাপ করুন।
অথবা WhatsApp খুলে, তারপর কল ট্যাবে > নতুন কল
'ভিডিও কল' গ্রহণ করতে
আপনার ফোন যদি লক করা থাকে তাহলে কেউ ভিডিও কল করলে ইনকামিং WhatsApp ভিডিও কল স্ক্রিন দেখতে পাবেন, যেখানে:
- গ্রহণ করতে উপরে সোয়াইপ করুন
। - প্রত্যাখ্যান করতে উপরে সোয়াইপ করুন
। - দ্রুত মেসেজ করে কল প্রত্যাখ্যান করতে উপরে সোয়াইপ করে উত্তর দিন
।
আপনার ফোন আনলক থাকাকালীন আপনাকে কেউ ভিডিও কল করলে স্ক্রিনে ইনকামিং ভিডিও কল-এর পপ-আপ দেখতে পাবেন, সেখানে প্রত্যাখান করুন অথবা উত্তর দিন-এ ট্যাপ করুন।
'ভিডিও কল' এবং 'ভয়েস কলের' মধ্যে সুইচ করা
'ভিডিও কল' থেকে 'ভয়েস কলে' পরিবর্তন করতে
- ভিডিও কলে থাকাকালীন, ভিডিও বন্ধ করুন
ট্যাপ করলে, যে পরিচিতিকে ভিডিও কল করছেন তাকে জানানো হবে। - পরিচিতি ভিডিও বন্ধ করে দিলে, কলটি ভয়েস কলে পরিবর্তন করা হবে।
'ভয়েস কল' থেকে 'ভিডিও কলে' পরিবর্তন করতে
- 'ভয়েস কলে' থাকাকালীন, ভিডিও কল
> সুইচ করুন-এ ট্যাপ করুন। - আপনি যাকে 'ভয়েস কল' করছেন সেই পরিচিতি 'ভিডিও কলে' পরিবর্তন করার জন্য একটি অনুরোধ দেখতে পাবেন এবং তিনি পরিবর্তন করার সুইচটি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।
দ্রষ্টব্য:
- 'গ্রুপ ভিডিও কল' করার এবং গ্রহণ করার সময় আপনার এবং আপনার পরিচিতিদের ইন্টারনেট ভালোভাবে চলছে কি না তা দেখে নিন। কলে থাকা কোনও পরিচিতির ইন্টারনেটের স্পিড খারাপ হলে ভিডিও কলের কোয়ালিটি খারাপ হতে পারে।
- Android ফোনের 4.1 এবং এর পরবর্তী ভার্সনে ভিডিও কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।