কীভাবে Android এর ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করা যায়
অতিরিক্ত গোপনীয়তার ব্যবস্থা হিসেবে আপনি নিজের ফোনে WhatsApp খোলার সময় ফিঙ্গারপ্রিন্ট লক চাইতে পারবেন। এটি সক্রিয় করা থাকলে, আপনাকে অ্যাপে অ্যাক্সেসের জন্য নিজের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে।
ফিঙ্গারপ্রিন্ট লক চালু করতে নিচের কাজগুলো সম্পন্ন করুন
- WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প
> সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা ট্যাপ করুন। - নিচের দিকে স্ক্রোল করুন, এরপর ফিঙ্গারপ্রিন্ট লক ট্যাপ করুন।
- ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করুন চালু করুন।
- আপনার ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর স্পর্শ করুন।
- ফিঙ্গারপ্রিন্টের প্রমাণীকরণ চাওয়ার আগে আপনি ট্যাপ করে সময়়সীমা বেছে নিতে পারবেন।
- আপনি নতুন মেসেজের বিজ্ঞপ্তির মধ্যে মেসেজের প্রিভিউ টেক্সট দেখতে চাইলে, বিজ্ঞপ্তিতে কন্টেন্ট দেখুন চালু করুন।
ফিঙ্গারপ্রিন্ট লক বন্ধ করতে নিচের কাজগুলো সম্পন্ন করুন
- WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প
> সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা ট্যাপ করুন। - নিচের দিকে স্ক্রোল করুন, এরপর ফিঙ্গারপ্রিন্ট লক ট্যাপ করুন।
- ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করুন বন্ধ করুন।
দ্রষ্টব্য:
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ বর্তমান Android 6.0+ রয়েছে শুধুমাত্র এমন Android ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট লক পাওয়া যাবে, যেগুলোতে Google ফিঙ্গারপ্রিন্টের API কাজ করে।
এই বৈশিষ্ট্যটি Samsung Galaxy S5, Samsung Galaxy Note 4 বা Samsung Galaxy Note 8 এ কাজ করে না।
ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে আপনাকে এটি নিজের ফোন সেটিংস থেকে চালু করতে হবে।
অ্যাপটি লক থাকা সত্ত্বেও আপনি কলের উত্তর দিতে পারবেন।