আপনার পাঠানো প্রত্যেকটি মেসেজের পাশে টিক চিহ্ন দেখা যাবে। কোনটির মানে কি তা এখানে দেওয়া হলো:
গ্রুপ চ্যাটে, গ্রুপের সকল সদস্য আপনার মেসেজ পেলে দ্বিতীয় টিক চিহ্নটি দেখা যাবে। গ্রুপের সকল সদস্য আপনার মেসেজ পড়লে দুইটি নীল টিক চিহ্ন দেখা যাবে।
আপনার পাঠানো যেকোনও মেসেজের জন্য আপনি একটি মেসেজের তথ্য স্ক্রিন দেখতে পাবেন, সেখানে আপনার মেসেজ কখন ডেলিভারি করা হয়েছে, প্রাপক কখন সেটি দেখেছেন বা চালিয়েছেন দেখা যাবে।
মেসেজের তথ্য স্ক্রিনটি দেখতে:
মেসেজের তথ্য স্ক্রিনে যা দেখতে পাবেন:
ডেলিভারি করা হয়েছে:
পড়া হয়েছে বা দেখেছেন:
চালানো হয়েছে:
দ্রষ্টব্য: কোনও সদস্য গ্রুপ থেকে বেরিয়ে আসলে, মেসেজের তথ্য স্ক্রিনটি যেসব সদস্য গ্রুপ ছেড়ে গেছেন তাদের নামসহ সকল প্রকৃত তথ্য তখনও দেখাবে।
আপনি যদি নিজের পাঠানো মেসেজের পাশে দুইটি নীল টিক চিহ্ন দেখতে না পান, তাহলে:
আপনার পড়া হয়ে গেছে বন্ধ করতে, আরও বিকল্প
দ্রষ্টব্য: এতে গ্রুপ চ্যাট অথবা ভয়েস মেসেজের জন্য পড়া হয়ে গেছে বা শোনা হয়ে গেছে বন্ধ করা হবে না। এই সেটিংস বন্ধ করার কোনও পদ্ধতি নেই।