'পড়া হয়ে গেছে' তা কীভাবে বুঝবেন
আপনার পাঠানো প্রত্যেকটি মেসেজের পাশে টিক চিহ্ন দেখা যাবে। কোনটির মানে কী তা এখানে জানতে পারবেন:
মেসেজটি পাঠানো হয়েছে। মেসেজটি প্রাপকের ফোনে অথবা তাদের লিঙ্ক করা কোনও ডিভাইসে ডেলিভার করা হয়েছে। প্রাপক আপনার মেসেজটি পড়েছেন।
- যেকোনও প্রাপকের লিঙ্ক করা ডিভাইসে মেসেজ পাঠানো হলে সেটি বন্ধ থাকার পরেও দ্বিতীয় টিক চিহ্নটি দেখা যাবে।
- গ্রুপ চ্যাটে, গ্রুপের সকল সদস্য আপনার মেসেজ পেলে দ্বিতীয় টিক চিহ্নটি চলে আসবে। গ্রুপের সকল সদস্য আপনার মেসেজ পড়লে নীল রঙের দুইটি টিক চিহ্ন দেখা যাবে।
মেসেজের তথ্য
আপনার পাঠানো যেকোনও মেসেজের জন্য আপনি একটি মেসেজের তথ্য স্ক্রিন দেখতে পাবেন, সেখানে আপনার মেসেজ কখন ডেলিভার করা হয়েছে, প্রাপক কখন সেটি পড়েছেন বা প্লে করেছেন দেখা যাবে।
মেসেজের তথ্য স্ক্রিনটি দেখতে:
- একটি একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- আপনার পাঠানো মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন।
ট্যাপ করুন। অথবা আরও বিকল্প > তথ্য-তে ট্যাপ করতে পারেন।
মেসেজের তথ্য স্ক্রিনে নিচের এগুলো দেখতে পাবেন:
ডেলিভার করা হয়েছে:
- আপনার মেসেজ প্রাপকের ফোন অথবা লিঙ্ক করা ডিভাইসে ডেলিভার করা হয়েছে, কিন্তু প্রাপক এটি দেখেননি।
পড়েছেন বা দেখেছেন:
- প্রাপক আপনার মেসেজ পড়েছেন অথবা আপনার ছবি, অডিও ফাইল বা ভিডিও দেখেছেন।
- প্রাপক আপনার ভয়েস মেসেজ দেখেছেন কিন্তু এখনও এটি প্লে করেননি।
প্লে করা হয়েছে:
- প্রাপক আপনার ভয়েস মেসেজ প্লে করেছেন।
দ্রষ্টব্য: কোনও সদস্য গ্রুপ থেকে বেরিয়ে আসলে মেসেজের তথ্য স্ক্রিনটি যেসব সদস্য গ্রুপ ছেড়ে গেছেন তাদের নামসহ প্রকৃত তথ্য তখনও দেখাবে।
'পড়া হয়ে গেছে' না পেলে
আপনি যদি নিজের পাঠানো মেসেজ বা ভয়েস মেসেজের পাশে নীল রঙের দুইটি টিক চিহ্ন, নীল রঙের একটি মাইক্রোফোন অথবা “খুলেছেন” লেবেল দেখতে না পান:
- সম্ভবত আপনি অথবা আপনার প্রাপক গোপনীয়তা সেটিংস-এ 'পড়া হয়ে গেছে' বন্ধ করে রেখেছেন।
- হতে পারে প্রাপক আপনাকে ব্লক করেছেন।
- প্রাপক হয়ত আপনার কথোপকথন খোলেননি।
- আপনার বা প্রাপকের কানেকশন সংক্রান্ত সমস্যা হচ্ছে।
'পড়া হয়ে গেছে' বন্ধ করুন
আপনার 'পড়া হয়ে গেছে' বন্ধ করতে আরও বিকল্প
দ্রষ্টব্য: এতে গ্রুপ চ্যাটের জন্য 'পড়া হয়ে গেছে' অথবা ভয়েস মেসেজের জন্য 'প্লে করা হয়েছে' বন্ধ করা হবে না। এই সেটিংস বন্ধ করার কোনও বিকল্প নেই।