কীভাবে পরিচিতিকে ব্লক এবং রিপোর্ট করতে হয়
আপনি নির্দিষ্ট পরিচিতিকে ব্লক করে তার পাঠানো মেসেজ, কল ও স্ট্যাটাস আপডেট গ্রহণ করা বন্ধ করতে পারবেন। আপনি যদি মনে করেন কোনও পরিচিতি ক্ষতিকারক কন্টেন্ট অথবা স্প্যাম পাঠাচ্ছেন, তাহলে আপনি তার বিষয়ে রিপোর্টও করতে পারবেন।
পরিচিতিকে ব্লক করুন
- WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প
> সেটিংস-এ ট্যাপ করুন। - অ্যাকাউন্ট > গোপনীয়তা > ব্লক করা পরিচিতি-তে ট্যাপ করুন।
- যোগ করুন
-এ ট্যাপ করুন। - আপনি যে পরিচিতিকে ব্লক করতে চান তাকে খুঁজুন অথবা বেছে নিন।
- যোগ করুন
পরিচিতিকে ব্লক করার জন্য নিচে আরও দুটি বিকল্প রয়েছে:
- পরিচিতির চ্যাট খুলুন, এরপর আরও বিকল্প
> আরও > ব্লক করুন > ব্লক করুন অথবা রিপোর্ট করে ব্লক করুন-এ ট্যাপ করুন, এতে নম্বরটি রিপোর্ট করে ব্লক করা হবে। - পরিচিতির চ্যাট খুলুন, এরপর পরিচিতির নাম > ব্লক করুন > ব্লক করুন-এ ট্যাপ করুন।
অজানা ফোন নম্বর ব্লক করুন
- অজানা ফোন নম্বরের সাথে WhatsApp চ্যাট খুলুন।
- ব্লক করুন-এ ট্যাপ করুন।
- ব্লক করুন বা রিপোর্ট করে ব্লক করুন-এ ট্যাপ করুন, এতে নম্বরটি রিপোর্ট করে ব্লক করা হবে।
দ্রষ্টব্য:
- ব্লক করা পরিচিতি আপনাকে আর কল করতে বা মেসেজ পাঠাতে পারবেন না।
- আপনার 'শেষবার দেখেছেন', 'অনলাইনে' থাকা, 'স্ট্যাটাস আপডেট' এবং নিজের প্রোফাইল ফটোর যেকোনও পরিবর্তন আপনার ব্লক করা পরিচিতি আর দেখতে পাবেন না।
- কোনও পরিচিতিকে ব্লক করা হলে তাকে যেমন আপনার পরিচিতি তালিকা থেকে সরানো হবে না, তেমনই আবার সেই পরিচিতির ফোনের তালিকা থেকে আপনাকেও সরানো হবে না। কোনও পরিচিতিকে বাদ দিতে আপনাকে অবশ্যই নিজের ফোনের ঠিকানা বই থেকে সেই পরিচিতিকে বাদ দিতে হবে।
- আপনি যদি এ বিষয়ে উদ্বিগ্ন থাকেন যে আপনি যাদের ব্লক করছেন তারা বিষয়টি জানবে কি না, তাহলে অনুগ্রহ করে এই নিবন্ধটি পড়ুন।
পরিচিতিকে আনব্লক করুন
- WhatsApp-এ, আরও বিকল্প
> সেটিংস-এ ট্যাপ করুন। - অ্যাকাউন্ট > গোপনীয়তা > ব্লক করা পরিচিতি-তে ট্যাপ করুন।
- আপনি যে পরিচিতিকে আনব্লক করতে চান তাকে ট্যাপ করুন।
- {contact}-কে আনব্লক করুন-এ ট্যাপ করুন। আপনি এবং পরিচিতি এখন একে অপরকে মেসেজ, কল ও স্ট্যাটাস আপডেট পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন।
অথবা আপনার ব্লক করা পরিচিতি খুঁজুন > পরিচিতিটি ট্যাপ করে ধরে রাখুন > {contact}-কে আনব্লক করুন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
- যদি আপনি কোনও পরিচিতিকে আনব্লক করেন, তাহলে সেই পরিচিতির ব্লক থাকা অবস্থায় আপনাকে পাঠানো কোনও মেসেজ, কল এবং স্ট্যাটাস আপডেট আপনি গ্রহণ করতে পারবেন না।
- আপনার ফোনের ঠিকানা বইয়ে আগে সেভ করেননি এমন পরিচিতি বা ফোন নম্বরকে যদি আনব্লক করেন, তাহলে আপনি সেই পরিচিতি বা ফোন নম্বরটি ডিভাইসে আর পুনরুদ্ধার করতে পারবেন না।
পরিচিতির বিষয়ে রিপোর্ট করুন
- আপনি যে ব্যবহারকারীর বিষয়ে রিপোর্ট করতে চান তার চ্যাট খুলুন।
- আরও বিকল্প
> আরও > রিপোর্ট করুন-এ ট্যাপ করুন।- আপনি যদি ব্যবহারকারীকে ব্লক করতে চান এবং চ্যাটের মেসেজও বাদ দিতে চান তাহলে বক্সে টিক চিহ্ন দিন।
- রিপোর্ট করুন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: রিপোর্ট করা হয়ে গেলে, যে ব্যবহারকারী বা গ্রুপের বিষয়ে আপনি রিপোর্ট করেছেন তার পাঠানো অতি-সাম্প্রতিক মেসেজসহ তার সাথে আপনার সাম্প্রতিক কথোপকথনের তথ্যও WhatsApp গ্রহণ করবে।
একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিওর বিষয়ে রিপোর্ট করুন
- একবার দেখা যাবে এমন ফটো বা ভিডিও খুলুন।
- আরও বিকল্প
> পরিচিতির বিষয়ে রিপোর্ট করুন-এ ট্যাপ করুন।
একবার দেখা যাবে এমন মিডিয়া বা মেসেজের বিষয়ে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।