কীভাবে ভয়েস মেসেজ প্লে করবেন
WhatsApp-এ আসা ভয়েস মেসেজ অটোমেটিক্যালি ডাউনলোড হয়।
ফোনে আসা ভয়েস মেসেজে আপনি যা দেখতে পাবেন:
- যে ভয়েস মেসেজ আপনি শোনেননি সেটিতে সবুজ মাইক্রোফোন
দেখাবে। - যে ভয়েস মেসেজ আপনি শুনেছেন সেটিতে নীল মাইক্রোফোন
দেখাবে।
ভয়েস মেসেজ প্লে করুন
- আপনার পাঠানো বা পাওয়া ভয়েস মেসেজ শুনতে প্লে করুন
বোতামে ট্যাপ করুন। - মেসেজটি শুনুন।
- আপনার ফোনের ইয়ার স্পিকার দিয়ে : আপনার ফোনের স্পিকারে মেসেজ শোনার জন্য ফোনটি আপনার কানের কাছে আনুন।
- স্পিকারফোনে: স্পিকার ফোনে মেসেজ শোনার জন্য ফোনটি আপনার কানের কাছ থেকে দূরে রাখুন।
- আপনার হেডফোন দিয়ে: হেডফোন কানেক্ট করা থাকলে আপনার ভয়েস মেসেজ সেটির মাধ্যমে প্লে করা যাবে।
- মেসেজ প্লে করার সময় দেড় গুণ (1.5x) বা দুগুণ (2x) স্পিড বাড়াতে আপনি 1x আইকন ট্যাপ করতে পারেন।
- আপনি ওয়েভফর্মে থাকা ডটটি দীর্ঘক্ষণ চেপে ধরে রাখতে পারেন এবং যে মেসেজটি প্লে করা শুরু করতে চান সেটির টাইমস্ট্যাম্পে এটি টেনে আনুন।
- আপনি যদি WhatsApp-এর মধ্যে অন্য কোনও চ্যাট বা গ্রুপ নেভিগেট করেন, তবুও ভয়েস মেসেজ প্লে হবে।
- আপনি যদি কোনও ভয়েস মেসেজ প্লে করার পর চ্যাট থেকে বেরিয়ে আসেন, তাহলে আপনার স্ক্রিনের উপরের দিকে একটি মিনি প্লেয়ার দেখাবে।
- আপনি ভয়েস মেসেজটি পজ, প্লে এবং বন্ধ করতে পারবেন অথবা নেভিগেট করে মূল চ্যাটে ফিরে যেতে পারবেন।
সংশ্লিষ্ট রিসোর্স:
কীভাবে ভয়েস মেসেজ পাঠাবেন