কীভাবে WhatsApp-এর QR কোড স্ক্যান করবেন
আপনি বন্ধু বা পরিবারের সদস্যদের পরিচিতি তথ্য WhatsApp-এ যোগ করতে WhatsApp-এর QR কোড স্ক্যান করতে পারবেন।
WhatsApp-এর QR কোড স্ক্যান করুন
সরাসরি স্ক্যান করুন
- WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প
> সেটিংস ট্যাপ করুন। - আপনার নামের পাশে দেখানো QR আইকনটি ট্যাপ করুন।
- কোড স্ক্যান করুন বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্যান করার জন্য ডিভাইসটি QR কোডের উপর ধরে রাখুন।
- যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
আপনি WhatsApp এর ক্যামেরা দিয়েও স্ক্যান করতে পারবেন:
- WhatsApp খুলুন, এরপর ক্যামেরা
ট্যাপ করুন। - স্ক্যান করার জন্য ডিভাইসটি QR কোডের উপর ধরে রাখুন।
- যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
গ্যালারি থেকে স্ক্যান করুন
- WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প
> সেটিংস ট্যাপ করুন। - আপনার নামের পাশে দেখানো QR আইকনটি ট্যাপ করুন।
- কোড স্ক্যান করুন বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রিনের নিচে থাকা গ্যালারি আইকন ট্যাপ করুন।
- আপনার গ্যালারি থেকে WhatsApp এর QR কোড বেছে নিন বা আপনার ফটো থেকে বেছে নিতে আরও
> ফটো ট্যাপ করুন। - ঠিক আছে ট্যাপ করুন।
- যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
নতুন পরিচিতি স্ক্রিন থেকে স্ক্যান করুন
- WhatsApp খুলুন, এরপর নতুন চ্যাট
ট্যাপ করুন। - নতুন পরিচিতি এর পাশে থাকা QR ট্যাপ করুন।
- কোড স্ক্যান করুন বিকল্পে ট্যাপ করুন।
- যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
WhatsApp এর ক্যামেরা থেকে স্ক্যান করুন
- WhatsApp খুলুন, এরপর ক্যামেরা
ট্যাপ করুন। - স্ক্যান করার জন্য QR কোড দিয়ে ইমেজটি বেছে নিন।
- যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
চ্যাটের মধ্যে স্ক্যান করুন
- WhatsApp খুলুন, এরপর একক বা গ্রুপ চ্যাটে যান।
- ক্যামেরা আইকন ট্যাপ করুন।
- স্ক্যান করার জন্য QR কোড দিয়ে ইমেজটি বেছে নিন।
- যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।