স্টিকার প্যাক যোগ করতে, ইমোজি > স্টিকার > যোগ করুন-এ ট্যাপ করুন।
আপনি যে স্টিকার প্যাকটি ডাউনলোড করতে চান সেটির পাশে থাকা ডাউনলোড করুন-এ ট্যাপ করুন। ডাউনলোড করতে বলা হলে, ডাউনলোড • {file size}-এ ট্যাপ করুন।
ডাউনলোড হয়ে গেলে একটি সবুজ টিক চিহ্ন দেখা যাবে।
ফিরে যান-এ ট্যাপ করুন।
আপনি যে স্টিকারটি পাঠাতে চান সেটি খুঁজে নিয়ে ট্যাপ করুন।
আপনি স্টিকারটি ট্যাপ করলে, অটোমেটিক্যালি পাঠানো হবে।
আরও কিছু বিকল্প:
আপনার সম্প্রতি ব্যবহার করা স্টিকার দেখতে সাম্প্রতিক-এ ট্যাপ করুন।
আপনার পছন্দের স্টিকার দেখার জন্য পছন্দের তালিকা-তে ট্যাপ করুন।
পছন্দের তালিকায় স্টিকার যোগ করতে একক বা গ্রুপ চ্যাটের স্টিকারে ট্যাপ করুন, এরপর পছন্দের তালিকায় যোগ করুন বিকল্পে যান। অথবা, ইমোজি > স্টিকার ট্যাপ করুন। স্টিকার ট্যাপ করে ধরে রাখুন, এরপর যোগ করুন-এ ট্যাপ করুন।
পছন্দের তালিকা থেকে কোনও স্টিকার বাদ দিতে একক বা গ্রুপ চ্যাটের স্টিকারে ট্যাপ করে > পছন্দের তালিকা থেকে সরিয়ে দিন বিকল্পে যান। অথবা, ইমোজি > স্টিকার > পছন্দের তালিকা-তে ট্যাপ করুন। স্টিকারটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর সরিয়ে দিন-এ ট্যাপ করুন।
আইকনে দেখানো ইমোজির ভিত্তিতে স্টিকারের ক্যাটাগরি নির্ধারণ করা হয়। স্টিকারের ক্যাটাগরি দেখতে হার্ট আকৃতির বক্স -এ ট্যাপ করুন।
আরও স্টিকারের বিকল্প পেতে যোগ করুন-এ ট্যাপ করুন। সব স্টিকার ট্যাবের নিচে স্ক্রোল করুন, এরপর আরও স্টিকার ডাউনলোড করুন-এ ট্যাপ করুন। এটি আপনাকে Google Play স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে স্টিকারের অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
আপনার ডাউনলোড করা বিশেষ স্টিকার খুঁজতে খুঁজুন-এ ট্যাপ করুন। টেক্সট বা ইমোজি ব্যবহার করেও আপনি স্টিকার খুঁজতে পারবেন।
দ্রষ্টব্য: যদি স্টিকারের নির্মাতা WhatsApp-এর নির্দেশিকা অনুসারে স্টিকার ট্যাগ না করে থাকে তাহলে WhatsApp-এর বাইরে থেকে আপনার ডাউনলোড করা স্টিকার খুঁজে পাওয়া যাবে না।
স্টিকার খোঁজার কাজ সম্পূর্ণরূপে অফলাইনে করা হয়। স্টিকার ব্যবহার করা বা স্টিকার খোঁজার সময় আপনি কোন কীওয়ার্ড ব্যবহার করেন সেই তথ্য WhatsApp সংগ্রহ করে না।
আপনার ডাউনলোড করা স্টিকার প্যাক দেখতে, যোগ করুন > আমার স্টিকার-এ ট্যাপ করুন।
আপনি নির্দিষ্ট কোনও স্টিকার প্যাক বাদ দিতে চাইলে, বাদ দিন > বাদ দিন-এ ট্যাপ করুন। *আপনার স্টিকার প্যাক আবার সাজানোর জন্য স্টিকার প্যাকের পাশে থাকা আবার সাজান ট্যাপ করে ড্র্যাগ করুন।
স্টিকার প্যাক আপডেট করতে সবুজ ডট দেখলে যোগ করুন-এ ট্যাপ করুন। সব স্টিকার ট্যাবে গিয়ে, আপডেট করতে হবে এমন স্টিকার প্যাকের পাশে থাকা আপডেট করুন-এ ট্যাপ করুন। আপডেট করতে বলা হলে আপডেট করুন • {file size} ট্যাপ করুন।
আপডেট হয়ে গেলে একটি সবুজ টিক চিহ্ন দেখা যাবে।
WhatsApp এর লেটেস্ট ভার্সনে স্টিকার পাওয়া যাবে। স্টিকার দেখতে না পেলে ফোনের অ্যাপ্লিকেশন স্টোর থেকে আপনার WhatsApp লেটেস্ট ভার্সনে অবশ্যই আপডেট করুন।