কীভাবে লাইভ লোকেশন ব্যবহার করতে হয়
লাইভ লোকেশন বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি একজনের বা গ্রুপ চ্যাটের সদস্যদের সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিজের রিয়েল টাইম লোকেশন শেয়ার করতে পারবেন। আপনি নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন কি না এবং কতক্ষণ করবেন সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আপনি যেকোনও মুহূর্তে নিজের লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারবেন। বন্ধ করা হয়ে গেলে বা সময় শেষ হয়ে গেলে আপনার লাইভ লোকেশন আর শেয়ার করা হবে না। আপনি যে ব্যক্তিদের সাথে নিজের লাইভ লোকেশন শেয়ার করেছেন তারা আপনার শেয়ার করা লোকেশন একটি স্থির থাম্বনেইল ইমেজ হিসেবে দেখতে পাবেন এবং সেই ইমেজটি ট্যাপ করে আপনার সর্বশেষ আপডেট করা লোকেশন দেখতে পারবে।
এই বৈশিষ্ট্যটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা আছে, এর মানে যাদের সাথে শেয়ার করবেন তারা ছাড়া অন্য কেউ আপনার লাইভ লোকেশন দেখতে পারবে না। WhatsApp এ আপনার নিরাপত্তা সম্পর্কে আরও জানতে, অনুগ্রহ করে WhatsApp নিরাপত্তা বিকল্পে যান। এছাড়াও আপনি WhatsApp এর গোপনীয়তা নীতি সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের গোপনীয়তা নীতি পড়তে পারেন।
আপনার লাইভ লোকেশন শেয়ার করুন
- WhatsApp এর জন্য লোকেশনের অনুমতি চালু করতে আপনার ফোনের সেটিংস > অ্যাপস ও বিজ্ঞপ্তি > অ্যাডভান্সড > অ্যাপের অনুমতি > লোকেশন এ গিয়ে WhatsApp চালু করুন। এছাড়াও, আপনি যদি সম্প্রতি WhatsApp খুলে থাকেন, তাহলে আপনি নিজের ফোনের সেটিংস > অ্যাপস ও বিজ্ঞপ্তি > WhatsApp > অনুমতি এ যান, এরপর লোকেশন চালু করুন।
- একজনের বা গ্রুপের চ্যাট খুলুন।
- অ্যাটাচ করুন
> লোকেশন > লাইভ লোকেশন শেয়ার করুন ট্যাপ করুন। - আপনি কতক্ষণের জন্য আপনার লাইভ লোকেশন শেয়ার করতে চান সেটি বেছে নিন। বেছে নেওয়া সময়ের পরে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ হবে।
- ঐচ্ছিকভাবে, একটি মন্তব্য যোগ করতে পারেন।
- পাঠান
ট্যাপ করুন।
আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
নির্দিষ্ট কোনও চ্যাট বা গ্রুপে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
- একজনের বা গ্রুপের চ্যাট খুলুন।
- শেয়ার করা বন্ধ করুন > বন্ধ করুন ট্যাপ করুন।
সব চ্যাট এবং গ্রুপে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করুন
- আরও বিকল্প
> সেটিংস > অ্যাকাউন্ট > গোপনীয়তা > লাইভ লোকেশন ট্যাপ করুন। - শেয়ার করা বন্ধ করুন > বন্ধ করুন ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
- আপনি যেকোনও সময় আপনার ফোনের সেটিংস > অ্যাপস ও বিজ্ঞপ্তি > অ্যাডভান্সড > অ্যাপের অনুমতি > লোকেশন এ গিয়ে WhatsApp চালু করে WhatsApp এর জন্য লোকেশনের অনুমতি বন্ধ করতে পারবেন।
- এছাড়াও, আপনি সম্প্রতি WhatsApp খুলে থাকলে আপনার ফোনের সেটিংস > অ্যাপস ও বিজ্ঞপ্তি > WhatsApp > অনুমতি এ গিয়ে লোকেশন বন্ধ করতে পারবেন।
সংশ্লিষ্ট রিসোর্সগুলি:
কীভাবে iPhone এ লাইভ লোকেশন ব্যবহার করতে হয়