WhatsApp ভয়েস মেসেজিং ব্যবহার করে আপনি দ্রুত কোনও পরিচিতি বা গ্রুপের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি গুরুত্বপূর্ণ এবং সময়-সংবেদনশীল তথ্য ডেলিভারির জন্য এটি ব্যবহার করতে পারবেন। যেমন, সব ভয়েস মেসেজ স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড হয়।
ভয়েস মেসেজ পাঠান
একজনের বা গ্রুপের চ্যাট খুলুন।
মাইক্রোফোন ট্যাপ করে ধরে রাখুন, এরপর কথা বলা শুরু করুন।
হয়ে গেলে মাইক্রোফোন থেকে আপনার আঙুল সরিয়ে নিন। ভয়েস মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে।
ভয়েস মেসেজ রেকর্ড করার সময় আপনি বাঁদিকে স্লাইড করে সেটি বাতিল করতে পারবেন।
একটি বড় সাইজের ভয়েস মেসেজ পাঠান
একজনের বা গ্রুপের চ্যাট খুলুন।
মাইক্রোফোন ট্যাপ করে ধরে রাখুন, এরপর কথা বলা শুরু করুন।
হ্যান্ডস-ফ্রি রেকর্ডিং লক করতে উপরের দিকে স্লাইড করুন।