কীভাবে ভয়েস মেসেজ পাঠাবেন
WhatsApp ভয়েস মেসেজ ব্যবহার করে আপনি দ্রুত কোনও পরিচিতি বা গ্রুপের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি গুরুত্বপূর্ণ তথ্য সঠিক সময়ের মধ্যে ডেলিভার করতে এটি ব্যবহার করতে পারবেন। এমনিতে, সব ভয়েস মেসেজ অটোমেটিক্যালি ডাউনলোড হয়।
ভয়েস মেসেজ পাঠান
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- মাইক্রোফোন
ট্যাপ করে ধরে থাকুন এবং কথা বলতে শুরু করুন। - কথা বলা হয়ে গেলে, মাইক্রোফোন
থেকে আপনার আঙুল সরিয়ে নিন। ভয়েস মেসেজটি অটোমেটিক্যালি পাঠানো হবে।
ভয়েস মেসেজ রেকর্ড করার সময় আপনি বাঁদিকে স্লাইড করে সেটি বাতিল করতে পারবেন।
একটি বড় সাইজের ভয়েস মেসেজ পাঠান
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- মাইক্রোফোন
ট্যাপ করে ধরে থাকুন এবং কথা বলতে শুরু করুন। - হ্যান্ডস-ফ্রি রেকর্ডিং লক করতে উপরের দিকে স্লাইড করুন।
এছাড়াও আপনি রেকর্ডিং পজ করতে বা আপনার মেসেজের ড্রাফটের প্রিভিউর জন্য লাল রঙের পজ বোতামটি
পাঠানো ভয়েস মেসেজে আপনি যা দেখতে পাবেন:
- ধূসর রঙের মাইক্রোফোন
এর মানে সব প্রাপক ভয়েস মেসেজ প্লে করেননি অর্থাৎ শোনেননি (তবে কেউ কেউ হয়ত শুনেছেন)। - নীল রঙের মাইক্রোফোন
এর মানে সব প্রাপক ভয়েস মেসেজ প্লে করেছেন অর্থাৎ শুনেছেন।
দ্রষ্টব্য: কিছু কিছু ফোনে, আপনার মেসেজের প্রথম অংশ রেকর্ড না হলে কথা শুরুর আগে এক সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে।