মিডিয়া কীভাবে পাঠানো যায়
মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন বা পরিচিতি শেয়ার করুন
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- অ্যাটাচ করুন
বিকল্পটি ট্যাপ করুন। এরপর, এগুলো ট্যাপ করুন:- ডকুমেন্ট-এ ট্যাপ করে আপনার ফোন থেকে ডকুমেন্ট বেছে নিতে পারবেন।
- ক্যামেরা-এ ট্যাপ করে আপনার ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবেন।
- গ্যালারি-তে ট্যাপ করে আপনার ফোনে আগে থেকে থাকা ফটো বা ভিডিও বেছে নিতে পারবেন। একাধিক ইমেজ বেছে নিতে ট্যাপ করে ধরে রাখুন।
- অডিও-তে ট্যাপ করে আপনার ফোনে আগে থেকে থাকা অডিও পাঠাতে পারবেন।
- লোকেশন-এ ট্যাপ করে আপনার লোকেশন বা নিকটবর্তী কোনও লোকেশন পাঠাতে পারবেন।
- পরিচিতি-তে ট্যাপ করে WhatsApp-এর মাধ্যমে আপনার ফোনের ঠিকানা বইয়ে সেভ করা পরিচিতির তথ্য পাঠাতে পারবেন।
- এছাড়াও আপনি ফটো এবং ভিডিওতে ক্যাপশন দিতে পারবেন। প্রতিটি ফটোতে ক্যাপশন যোগ করতে প্রত্যেকটি ফটো সোয়াইপ করুন।
- পাঠান
-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: ডকুমেন্টের সাইজ সর্বাধিক ১০০ এমবি হবে। WhatsApp-এ কোনও ডকুমেন্ট পাঠানোর জন্য ডকুমেন্টটি অবশ্যই স্থানীয়ভাবে আপনার ফোনে সেভ করতে হবে। অথবা, ডকুমেন্ট পরিচালনা করে এমন অ্যাপের শেয়ার মেনুতে WhatsApp একটি বিকল্প হিসেবে দেখা যাবে। আপনি কোনও ডকুমেন্ট ডাউনলোড করলে সেটি আপনার WhatsApp ডকুমেন্ট ফোল্ডারে অটোমেটিক্যালি সেভ হবে: WhatsApp/Media/WhatsApp Documents যা ফাইল এক্সপ্লোরার অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।
মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন বা পরিচিতি ফরোয়ার্ড করুন
- একক বা গ্রুপ চ্যাট খুলুন।
- যে ধরনের মেসেজ ফরোয়ার্ড করতে চান তা ট্যাপ করে ধরে রাখুন। আপনি একাধিক মেসেজ বেছে নিতে পারবেন।
- ফরোয়ার্ড করুন
-এ ট্যাপ করুন। - যে চ্যাটে মেসেজটি ফরোয়ার্ড করতে চান সেটি বেছে নিন।
- পাঠান
-এ ট্যাপ করুন।
আপনি মিডিয়া, ডকুমেন্ট, লোকেশন বা পরিচিতি ফরোয়ার্ড করলে সেগুলো পুনরায় আপলোড করতে হবে না। ফরোয়ার্ড করা মেসেজ যেটি মূলত আপনি পাঠাননি সেটি “ফরোয়ার্ড করা হয়েছে” লেবেলসহ দেখানো হবে।
দ্রষ্টব্য: মিডিয়ার সাথে ক্যাপশন ফরোয়ার্ড করা হবে না। আপনি ব্রডকাস্টের তালিকায় মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন না।