কীভাবে WhatsApp-এ খুঁজবেন
আপনি WhatsApp-এ 'খুঁজুন' বৈশিষ্ট্যটি ব্যবহার করে মেসেজ, ফটো, ভিডিও, লিঙ্ক, জিআইএফ, অডিও এবং ডকুমেন্টের জন্য সহজেই চ্যাট খুঁজতে পারবেন।
কীওয়ার্ড দিয়ে চ্যাট খুঁজুন
আপনি খুঁজুন বৈশিষ্ট্যটি ব্যবহার করে কীওয়ার্ড দিয়ে আপনার ডিভাইসে নিজের চ্যাট খুঁজতে পারবেন।
- WhatsApp খুলুন৷
- খুঁজুন
ট্যাপ করুন। - আপনি যে শব্দ বা বাক্যটি খুঁজছেন সেটি খুঁজুন ফিল্ডে লিখুন।
- চ্যাটে সেই মেসেজটি খোলার জন্য ফলাফল ট্যাপ করুন।
ফিল্টার দিয়ে মিডিয়া খুঁজুন
এছাড়াও আপনি খুঁজুন বৈশিষ্ট্যের ফিল্টার ব্যবহার করে ফটো, ভিডিও, লিঙ্ক, জিআইএফ, অডিও এবং ডকুমেন্টের মত মিডিয়ার জন্য নিজের চ্যাট খুঁজতে পারবেন।
- WhatsApp খুলুন৷
- খুঁজুন
ট্যাপ করুন। - আপনি যে শব্দ বা বাক্যটি খুঁজছেন সেটি 'খুঁজুন' ফিল্ডে লিখুন।
- আপনি যে ধরনের মিডিয়া খুঁজতে চান তা বেছে নিন।
- চ্যাটে সেই মেসেজটি খোলার জন্য ফলাফল ট্যাপ করুন।
কনটেন্টের ধরন অনুসারে মিডিয়া ফিল্টার করুন
আপনি সবগুলি ফটো, ভিডিও, লিঙ্ক, জিআইএফ, অডিও এবং ডকুমেন্ট দেখতে পারবেন।
- WhatsApp খুলুন৷
- খুঁজুন
ট্যাপ করুন। - সেই ক্যাটাগরিতে মিডিয়া দেখতে ফটো, ভিডিও, লিঙ্ক, জিআইএফ, অডিও বা ডকুমেন্ট ট্যাপ করুন।