আপনার WhatsApp এর চ্যাট আপনার ফোনের মেমরিতে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে ব্যাক-আপ নেয় ও সেভ হয়। আপনার সেটিংস এর উপর নির্ভর করে, আপনি নির্দিষ্ট সময় পরপর নিজের WhatsApp এর চ্যাট Google ড্রাইভ এ ব্যাক-আপ নিতে পারবেন। যদি আপনি নিজের ফোন থেকে WhatsApp আনইনস্টল করতে চান, কিন্তু আগের কোনও মেসেজ হারাতে চান না তাহলে আনইনস্টল করার আগে অবশ্যই আপনার চ্যাটের নিজে ব্যাক-আপ নিন।
WhatsApp-এ যান, এরপর আরও বিকল্প
আপনি চ্যাট এক্সপোর্ট করার বৈশিষ্ট্যটি ব্যবহার করে একক বা গ্রুপের চ্যাট থেকে পাওয়া পূর্ববর্তী চ্যাটের কপি এক্সপোর্ট করতে পারবেন।
দ্রষ্টব্য: এই বৈশিষ্ট্যটি জার্মানিতে কাজ করে না।
একটি ইমেল লেখা হবে যার সাথে .txt ডকুমেন্ট হিসেবে আপনার পূর্ববর্তী চ্যাট অ্যাটাচ করা থাকবে।
দ্রষ্টব্য:
কীভাবে আপনার পূর্ববর্তী চ্যাট পুনরুদ্ধার করবেন
কীভাবে Google ড্রাইভে ব্যাক-আপ নেওয়া যায়
Google ড্রাইভের ব্যাক-আপ তৈরি বা পুনরুদ্ধার করা যাচ্ছে না