গ্রুপের বিজ্ঞপ্তি কীভাবে মিউট বা আনমিউট করবেন
আপনি নির্দিষ্ট সময়ের জন্য গ্রুপের বিজ্ঞপ্তি মিউট করে রাখতে পারবেন। এর পরেও আপনি গ্রুপে পাঠানো মেসেজ পাবেন কিন্তু সেগুলি এলে আপনার ফোনটি ভাইব্রেট হবে না বা শব্দ শোনা যাবে না।
গ্রুপের বিজ্ঞপ্তি মিউট করুন
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
- বিকল্পভাবে, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর স্ক্রিনের উপরের দিকে কোণায় থাকা বিজ্ঞপ্তি মিউট করুন আইকনে ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তি মিউট করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনি কত সময়ের জন্য বিজ্ঞপ্তি মিউট করে রাখতে চান তা বেছে নিন।
- এছাড়াও, বিজ্ঞপ্তি দেখান বিকল্পের টিক চিহ্নটি তুলে দিলে আপনার বিজ্ঞপ্তি স্ক্রিনে কোনও বিজ্ঞপ্তি দেখানো হবে না।
- ঠিক আছে বিকল্পে ট্যাপ করুন।
গ্রুপের বিজ্ঞপ্তি আনমিউট করুন
- WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে এরপর গ্রুপের নামে ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তি আনমিউট করুন বিকল্পে ট্যাপ করুন।
- বিকল্পভাবে, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর স্ক্রিনের উপরের দিকে কোণায় থাকা বিজ্ঞপ্তি আনমিউট করুন আইকনে ট্যাপ করুন।