WhatsApp এর সেটিংস থেকে আপনার পছন্দের বিজ্ঞপ্তি সহজেই ম্যানেজ করতে পারবেন।
WhatsApp-এ বিজ্ঞপ্তির সেটিংস পরিবর্তন করুন
WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প > সেটিংস > বিজ্ঞপ্তি ট্যাপ করুন।
এখান থেকে বেছে নিয়ে আপনি মেসেজ, গ্রুপ এবং কলের জন্য বিজ্ঞপ্তি পরিবর্তন করতে পারবেন:
ইনকামিং এবং আউটগোয়িং মেসেজের জন্য কথোপকথনের টোন চালু করবেন না কি বন্ধ করবেন।
বিজ্ঞপ্তির টোন বা রিংটোন।
ভাইব্রেশনের সময়কাল।
Android 9 এবং এর আগের ভার্সনে পপ-আপ বিজ্ঞপ্তি দেখবেন কি না। এটি আপনার স্ক্রিনের মাঝখানে বিজ্ঞপ্তি দেখাবে।
কাজ করবে এমন ফোনের জন্য বিজ্ঞপ্তির আলোর রঙ।
Android 5 ও এর পরবর্তী ভার্সনে উচ্চ অগ্রাধিকারযুক্ত বিজ্ঞপ্তির ব্যবহার করা হবে কি না। এটি আপনার স্ক্রিনের উপরে বিজ্ঞপ্তির প্রিভিউ দেখায় এবং সেই স্ক্রিনের উপরে আসা বিজ্ঞপ্তি বন্ধ করতে ব্যবহার করা যেতে পারে।
দ্রষ্টব্য: উচ্চ অগ্রাধিকারযুক্ত বিজ্ঞপ্তি বন্ধ করলে WhatsApp এর বিজ্ঞপ্তি আপনার স্ক্রিনের নিচের দিকে থাকবে।