কীভাবে ফটো ও ভিডিও এডিট করতে হয়
WhatsApp-এ আপনি ইমোজি, টেক্সট বা ফ্রিহ্যান্ড আঁকা ছবি যোগ করে আপনার ফটো ও ভিডিও নিজের মত করে সাজাতে পারবেন।
ফটো ও ভিডিও এডিট করুন
- টেক্সট ফিল্ডে
ক্যামেরা ট্যাপ করুন। - নতুন ফটো তুলুন বা ভিডিও করুন অথবা পিকার থেকে আগের ফটো বা ভিডিও বেছে নিন।
- ফটো বা ভিডিওতে যেটি যোগ করতে চান সেটি বেছে নিন।
স্টিকার বা ইমোজি যোগ করুন
স্টিকার > স্টিকার বা ইমোজি ট্যাপ করুন।- আপনি যে আইটেমটি ব্যবহার করতে চান সেটি ট্যাপ করুন।
- আইটেমটি সরাতে এটি ট্যাপ করে ধরে রাখুন, এরপর এটি ড্র্যাগ করুন।
- আইটেমের সাইজ পরিবর্তন করতে এটি পিঞ্চ করে ছোট বড় করুন।
- আইটেমটি ঘোরাতে সেটি পিঞ্চ করে ঘোরান।
টেক্সট যোগ করুন
- স্ক্রিনের উপরে টেক্সট
ট্যাপ করুন। - টেক্সট ফিল্ডে পছন্দের টেক্সট লিখুন।
- যেকোনও রঙ বেছে নিতে রঙের নির্বাচকটি আপনার আঙ্গুল দিয়ে উপরে বা নিচে স্লাইড করুন।
- ফন্টের ধরন বেছে নিতে রঙ নির্বাচক এ গিয়ে আপনার আঙুল ডান থেকে বাম দিকে সরান। ফন্টের ধরন নিশ্চিত করতে আপনার আঙ্গুল উপরে তুলুন।
- টেক্সটের সাইজ পরিবর্তন করতে পিঞ্চ করে ছোট বড় করুন।
- টেক্সটটি ঘোরাতে সেটি পিঞ্চ করে ঘোরান।
আঁকুন
- স্ক্রিনের উপরে
আঁকুন ট্যাপ করুন। - ফ্রিহ্যান্ড আঁকতে আপনার আঙ্গুল ব্যবহার করুন।
- যেকোনও রঙ বেছে নিতে রঙের নির্বাচকটি আপনার আঙ্গুল দিয়ে উপরে বা নিচে স্লাইড করুন। আপনার আঁকা প্রতিটি লাইনের জন্য রঙ বেছে নিতে পারবেন।
ফিল্টার ব্যবহার করুন
- ফটো বা ভিডিও উপরের দিকে সোয়াইপ করুন।
- ফিল্টার বেছে নিন।
ভিডিও মিউট করুন
- আপনার ভিডিওর অডিও মিউট করে রাখতে
মিউট করুন ট্যাপ করুন।