আপনি শুধু নিজের জন্য মেসেজ বাদ দিতে পারবেন অথবা সবার জন্য মেসেজ বাদ দেওয়া হোক এমন অনুরোধ করতে পারবেন।
সবার জন্য মেসেজ বাদ দিন
সবার জন্য মেসেজ বাদ দিন ব্যবহার করে আপনি একক বা গ্রুপ চ্যাটে আপনার পাঠানো নির্দিষ্ট মেসেজ বাদ দিতে পারবেন। এটি বিশেষত কাজে লাগে আপনি ভুল চ্যাটে কোনও মেসেজ পাঠালে অথবা পাঠানো মেসেজে কোনও ভুল থাকলে।
মেসেজ সবার জন্য সফলভাবে বাদ দেওয়া হলে তার জায়গায় নিচের লেখাটি লেখা থাকবে:
"এই মেসেজটি বাদ দেওয়া হয়েছে"
সবার জন্য মেসেজ বাদ দিতে:
WhatsApp খুলুন এবং আপনি যে চ্যাট থেকে মেসেজ বাদ দিতে চান সেটিতে যান।
মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন। এছাড়াও, একবারে একাধিক মেসেজ বাদ দিতে আরও মেসেজ বেছে নিতে পারবেন।
বাদ দিন > সবার জন্য বাদ দিন ট্যাপ করুন।
দ্রষ্টব্য:
সবার জন্য সফলভাবে মেসেজ বাদ দিতে আপনাকে এবং প্রাপককে অবশ্যই WhatsApp এর লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে।
WhatsApp চ্যাট থেকে মেসেজটি বাদ দেওয়ার পরেও iOS এর WhatsApp ব্যবহার করছেন এমন প্রাপকের কাছে আপনার পাঠানো মিডিয়া তাদের ফটো তে সংরক্ষিত থাকতে পারে।
মেসেজ বাদ দেওয়ার আগে বা সফলভাবে বাদ না হলে প্রাপক আপনার মেসেজটি হয়ত দেখতে পারবে।
সবার জন্য বাদ দেওয়া সফল না হলে আপনাকে তা জানানো হবে না।
মেসেজ পাঠানোর এক ঘণ্টার মধ্যে সবার জন্য বাদ দিন বৈশিষ্ট্যটির অনুরোধ করতে হবে।
নিজের জন্য মেসেজ বাদ দিন
আপনি নিজের ফোন থেকে পাঠানো বা গ্রহণ করা মেসেজের কপি বাদ দিতে পারবেন। এটি আপনার প্রাপকের চ্যাটে কোনও প্রভাব ফেলবে না। এরপরেও আপনার প্রাপক তার চ্যাট স্ক্রিনে মেসেজ দেখতে পাবে।
নিজের জন্য মেসেজ বাদ দিতে:
WhatsApp খুলুন এবং আপনি যে চ্যাট থেকে মেসেজ বাদ দিতে চান সেটিতে যান।
মেসেজটি ট্যাপ করে ধরে রাখুন। এছাড়াও, একবারে একাধিক মেসেজ বাদ দিতে আরও মেসেজ ট্যাপ করুন।