আপনি 256 জন পর্যন্ত সদস্য নিয়ে একটি WhatsApp গ্রুপ তৈরি করতে পারবেন।
গ্রুপ তৈরি করুন
WhatsApp খুলুন, এরপর > আরও বিকল্প > নতুন গ্রুপ ট্যাপ করুন।
অথবা, নতুন চ্যাট > নতুন গ্রুপ ট্যাপ করুন।
গ্রুপে যোগ করার জন্য পরিচিতি খুঁজুন বা বেছে নিন। এরপর, সবুজ তীরের আইকনে ট্যাপ করুন।
গ্রুপের নাম লিখুন। সকল সদস্য এটিকে গ্রুপের নাম হিসেবে দেখতে পাবে।
নামটি 25টি অক্ষরের মধ্যে লিখতে হবে।
নামের সাথে ইমোজি যোগ করতে ইমোজি-তে ট্যাপ করুন।
ক্যামেরা আইকন ট্যাপ করে গ্রুপের আইকন যোগ করতে পারেন। আপনি ইমেজ যোগ করার জন্য নিজের ক্যামেরা, গ্যালারি ব্যবহার করতে পারেন বা ওয়েবে খুঁজুন থেকে বেছে নিতে পারেন। একবার সেট করার পরে আইকনটি চ্যাট ট্যাবে গ্রুপের পাশে দেখা যাবে।
এটি করা হলে সবুজ টিক চিহ্নটিতে ট্যাপ করুন।
লিঙ্কের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ জানানো
আপনি গ্রুপের অ্যাডমিন হলে, লোকজনের সাথে লিঙ্ক শেয়ার করে তাদের গ্রুপে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারেন। আগের আমন্ত্রণ লিংকটি অকার্যকর করতে এবং একটি নতুন লিংক তৈরি করতে অ্যাডমিন যেকোন সময় লিংক রিসেট করতে পারেন।
WhatsApp-এর গ্রুপ চ্যাট খুলে গ্রুপের নামে ট্যাপ করুন।
অথবা, চ্যাট ট্যাবে গ্রুপটি ট্যাপ করে ধরে রাখুন। এরপর আরও বিকল্প > গ্রুপের তথ্য বিকল্পে ট্যাপ করুন।
লিঙ্কের মাধ্যমে আমন্ত্রণ জানান ট্যাপ করুন।
WhatsApp-এর মাধ্যমে লিঙ্ক পাঠান, লিঙ্ক কপি করুন, অন্য অ্যাপের মাধ্যমে লিঙ্ক শেয়ার করুন বা QR কোড বেছে নিন।
যদি WhatsApp-এর মাধ্যমে পাঠান তাহলে পরিচিতি খুঁজুন অথবা বেছে নিন, এরপর পাঠান ট্যাপ করুন।
দ্রষ্টব্য: আপনি যেসব WhatsApp ব্যবহারকারীকে আমন্ত্রণের লিঙ্ক পাঠিয়েছেন তারা সবাই গ্রুপে যোগ দিতে পারবেন, তাই এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র বিশ্বস্ত লোকজনের সাথে শেয়ার করুন। যে কেউ আপনার লিঙ্ক অন্য লোকজনের সাথে শেয়ার করতে পারে এবং তারা গ্রুপ অ্যাডমিনের অতিরিক্ত অনুমতি ছাড়াই গ্রুপে যোগ দিতে পারবেন।