কীভাবে Google ড্রাইভে ব্যাক-আপ নেবেন
Google ড্রাইভে ব্যাক-আপ নিতে আপনার যা লাগবে:
- আপনার ডিভাইসে Google অ্যাকাউন্ট চালু থাকতে হবে।
- আপনার ডিভাইসে Google Play পরিষেবা ইনস্টল করা থাকতে হবে। এটি একটি অ্যাপ যা ব্যবহার করে আপনি Google অ্যাপ ও Google Play স্টোরের অন্য অ্যাপ আপডেট করতে পারবেন।
- ব্যাক-আপ তৈরি করতে আপনার ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি রাখতে হবে।
- জোরালো ও স্থিতিশীল ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
Google ড্রাইভে ব্যাক-আপ সেট করতে
- WhatsApp খুলুন।
- আরও বিকল্প
> সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > Google ড্রাইভে ব্যাক-আপ নিন-এ ট্যাপ করুন। - কখনই নয় বিকল্পটি বাদে কত দিনের ব্যবধানে ব্যাক-আপ নিতে চান তা বেছে নিন।
- আপনি নিজের পূর্ববর্তী চ্যাট যে Google অ্যাকাউন্টে ব্যাক-আপ নিতে চান সেটি বেছে নিন।
- যদি আপনার কোনও Google অ্যাকাউন্ট কানেক্ট করা না থাকে, তাহলে অনুরোধ করা হলে অ্যাকাউন্ট যোগ করুন-এ ট্যাপ করুন এবং আপনার লগ-ইনের ক্রিডেনশিয়াল লিখুন।
- আপনি ব্যাক-আপের জন্য যে নেটওয়ার্কটি ব্যবহার করতে চান সেটি বেছে নিতে এর মাধ্যমে ব্যাক-আপ নিন-এ ট্যাপ করুন।
দ্রষ্টব্য: মোবাইল ডেটা ব্যবহার করে ব্যাক-আপ নিলে বাড়তি ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে।
এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ চালু করুন
অতিরিক্ত নিরাপত্তা পেতে Google ড্রাইভ ব্যাক-আপের জন্য আপনি এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করতে পারেন।
- WhatsApp খুলুন।
- আরও বিকল্প
> সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ-এ ট্যাপ করুন। - চালু করুন-এ ট্যাপ করুন।
- পাসওয়ার্ড তৈরি করুন বা এর পরিবর্তে ৬৪-সংখ্যার এনক্রিপশন কী ব্যবহার করুন।
- আপনার এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাক-আপ তৈরি করতে তৈরি করুন-এ ট্যাপ করুন।
Google ড্রাইভে ম্যানুয়ালি ব্যাক-আপ নিন
আপনি যেকোনও সময় নিজের চ্যাট Google ড্রাইভে ম্যানুয়ালি ব্যাক-আপ নেওয়ার বিকল্পটি বেছে নিতে পারেন।
- WhatsApp খুলুন।
- আরও বিকল্প
> সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > ব্যাক-আপ নিন-এ ট্যাপ করুন।
আপনার Google ড্রাইভে ব্যাক-আপ নেওয়ার সেটিংস কনফিগার করুন
আপনি কত দিনের ব্যবধানে Google ড্রাইভে ব্যাক-আপ নেবেন সেটি পরিবর্তন করুন
- WhatsApp খুলুন।
- আরও বিকল্প
> সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > Google ড্রাইভে ব্যাক-আপ নিন-এ ট্যাপ করুন। - ব্যাক-আপ পুনরাবৃত্তির সময় বেছে নিন।
ব্যাক-আপের জন্য যে অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান সেটি পরিবর্তন করতে
- WhatsApp খুলুন।
- আরও বিকল্প
> সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > Google অ্যাকাউন্ট-এ ট্যাপ করুন। - আপনি নিজের পূর্ববর্তী চ্যাট যে Google অ্যাকাউন্টে ব্যাক-আপ নিতে চান সেটি বেছে নিন।
দ্রষ্টব্য: আপনি নিজের Google অ্যাকাউন্ট পরিবর্তন করলে, সেই অ্যাকাউন্টে সেভ করা যেকোনও ব্যাক-আপের অ্যাক্সেস হারিয়ে ফেলবেন।
আপনি ব্যাক-আপের জন্য যে ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতে চান সেটিতে পরিবর্তন করতে
- WhatsApp খুলুন।
- আরও বিকল্প
> সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > এর মাধ্যমে ব্যাক-আপ নিন-এ ট্যাপ করুন - আপনি ব্যাক-আপের জন্য যে ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতে চান সেটি বেছে নিন।