Google ড্রাইভের ব্যাক-আপ ব্যবহার করার জন্য আপনার নিম্নোক্তগুলি প্রয়োজন:
আপনার ফোনে একটি Google অ্যাকাউন্ট চালু থাকতে হবে।
আপনার ফোনে Google Play পরিষেবা ইনস্টল করা থাকতে হবে। এটি এমন একটি অ্যাপ যা ব্যবহার করে Google Play স্টোর থেকে Google এর সমস্ত অ্যাপ ও অন্যান্য অ্যাপ আপডেট করতে পারবেন।
ব্যাক-আপ তৈরির জন্য আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ মেমরি খালি থাকতে হবে।
একটি জোরদার এবং স্থিতিশীল ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
Google ড্রাইভের ব্যাক-আপ সেট-আপ করুন
WhatsApp খুলুন৷
আরও বিকল্প > সেটিংস > চ্যাট > চ্যাটের ব্যাক-আপ > Google ড্রাইভে ব্যাক-আপ নিন ট্যাপ করুন।
কখনই নয় বাদ দিয়ে ব্যাক-আপ নেওয়ার সময় বেছে নিন।
যে Google অ্যাকাউন্টে নিজের পূর্ববর্তী চ্যাটের ব্যাক-আপ নিতে চান সেটি বেছে নিন।
যদি আপনার কোনও Google অ্যাকাউন্ট কানেক্টেড না থাকে, তাহলে অনুরোধ করা হলে অ্যাকাউন্ট যোগ করুন ট্যাপ করুন এবং লগ-ইনের ক্রিডেনশিয়াল লিখুন।
আপনি ব্যাক-আপের জন্য যে নেটওয়ার্কটি ব্যবহার করতে চান সেটি বেছে নিতে এর মাধ্যমে ব্যাক-আপ নিন ট্যাপ করুন।
দ্রষ্টব্য: মোবাইল ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ব্যাক-আপ করলে বাড়তি ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে।
Google ড্রাইভে ম্যানুয়ালি ব্যাক-আপ নিন
Google ড্রাইভে আপনার চ্যাটের ব্যাক-আপ ম্যানুয়ালি নেওয়াও যেকোনও সময়ে বেছে নিতে পারবেন।