চ্যাট আর্কাইভ করুন বৈশিষ্ট্যটি ব্যবহার করে আপনি নিজের কথোপকথন আরও ভালোভাবে সাজানোর জন্য একক বা গ্রুপ চ্যাট লুকাতে পারবেন।
দ্রষ্টব্য:
- চ্যাট আর্কাইভ করলে সেই চ্যাট বাদ হয়ে যাবে না অথবা আপনার এসডি কার্ডে ব্যাক-আপ হিসেবে থাকবে না।
- আপনি আর্কাইভ করা একক বা গ্রুপ চ্যাট থেকে কোনও নতুন মেসেজ পেলে সেই একক বা গ্রুপ চ্যাট আর্কাইভ থেকে সরে যাবে।
চ্যাট বা গ্রুপ আর্কাইভ করুন।
- চ্যাট ট্যাবে গিয়ে যেই চ্যাটটি লুকাতে চান সেটি ট্যাপ করে ধরে রাখুন।
- স্ক্রিনের উপরের আর্কাইভ করুন
ট্যাপ করুন।
সব চ্যাট আর্কাইভ করুন
- চ্যাট ট্যাবে গিয়ে আরও বিকল্প
> সেটিংস ট্যাপ করুন। - চ্যাট > পূর্ববর্তী চ্যাট > সব চ্যাট আর্কাইভ করুন ট্যাপ করুন।
আর্কাইভ করা চ্যাট বা গ্রুপ দেখুন
- আপনার চ্যাট স্ক্রিনের নিচে স্ক্রোল করুন।
- আর্কাইভ করা হয়েছে ট্যাপ করুন।
চ্যাট বা গ্রুপ আর্কাইভ থেকে সরান
- চ্যাট স্ক্রিনের নিচের দিকে স্ক্রোল করুন এবং আর্কাইভ করা হয়েছে ট্যাপ করুন।
- যে চ্যাট বা গ্রুপটি আর্কাইভ থেকে সরাতে চান সেটি ট্যাপ করে ধরে রাখুন।
- উপরের বার থেকে আর্কাইভমুক্ত আইকনটি ট্যাপ করুন।
সংশ্লিষ্ট রিসোর্সগুলি:
কীভাবে চ্যাট বা গ্রুপ আর্কাইভ করা যায় বা আর্কাইভ থেকে সরানো যায়: iPhone | ওয়েব এবং ডেস্কটপ | KaiOS