কার্ট ব্যবহার করে কীভাবে অর্ডার করবেন
আপনি WhatsApp-এ বিজনেসের ক্যাটালগ দেখে কথোপকথন শুরু করতে বিজনেসকে মেসেজ করুন ব্যবহার করতে পারেন অথবা যে প্রোডাক্টটি আপনি দেখছেন সেটির অর্ডার দিতে চাইলে কার্টে যোগ করুন বোতাম ব্যবহার করতে পারেন।
কার্টে প্রোডাক্ট যোগ করতে
- WhatsApp খুলুন।
- আপনি যে বিজনেস থেকে অর্ডার করতে চাইছেন সেই চ্যাট বা বিজনেসের প্রোফাইলে যান।
- প্রোডাক্টের ক্যাটালগ পেতে সেগুলির নামের পাশে যে লিস্ট আছে সেটির শপিং বোতাম আইকনে
ট্যাপ করুন। - ক্যাটালগটি খোলার পর যে প্রোডাক্ট আপনি অর্ডার করতে চান সেগুলি ব্রাউজ করুন।
- আপনার পছন্দের প্রোডাক্টে ট্যাপ করুন।
- আপনি যদি অর্ডার করতে চান তাহলে প্রোডাক্টের কার্টে যোগ করুন-এ ট্যাপ করুন।
- এছাড়াও, আপনি প্রোডাক্ট সম্পর্কে নির্দিষ্ট কোনও প্রশ্ন করতে চাইলে বিজনেসকে মেসেজ করুন-এ ট্যাপ করতে পারেন।
আপনার কার্ট এডিট করতে
- আপনার কার্টে যোগ করা সব প্রোডাক্ট দেখতে কার্ট দেখুন ট্যাপ করুন।
- যদি আপনি ক্যাটালগ আবার নেভিগেট করে আরও প্রোডাক্ট যোগ করতে চান তাহলে আরও যোগ করুন-এ ট্যাপ করুন।
- আপনার কার্টে যোগ করা প্রতিটি প্রোডাক্টের পরিমাণও এডিট করতে পারেন।
অর্ডার দিতে
- আপনার কার্ট আপডেট করার পরে, এটি WhatsApp মেসেজ হিসাবে বিক্রেতার কাছে পাঠাতে পারবেন।
- এটি পাঠানো হলে, বিক্রেতার সাথে আপনার চ্যাট উইন্ডোতে পাঠানো কার্ট দেখুন বোতাম ট্যাপ করে আপনি নিজের অর্ডারের বিবরণ দেখতে পারবেন।
বিক্রেতার ক্যাটালগে লিস্ট করা একাধিক আইটেমের বিষয়ে যদি আপনি খোঁজ নিতে চান তাহলে আপনি সবকটিকে কার্টে যোগ করতে পারেন এবং একটি মেসেজের মাধ্যমেই নিজের প্রশ্ন পাঠাতে পারেন। বিক্রেতা নিশ্চিত না করা পর্যন্ত কোনও অর্ডার ফাইনাল হয় না।
আপনার কার্টে কীভাবে আইটেম যোগ করবেন সেই বিষয়ে আরও তথ্যের জন্য এই ইনফোগ্রাফিক ডাউনলোড করুন।