আপনি WhatsApp-এর সেটিংস থেকে নিজের প্রোফাইলের ফটো, নাম এবং সম্পর্কের তথ্য এডিট করতে পারবেন।
আপনার প্রোফাইলের ফটো এডিট করুন
WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প > সেটিংস ট্যাপ করুন।
আপনার প্রোফাইলের ফটো ট্যাপ করুন।
আগের কোনও ফটো বাছাই করতে গ্যালারি অথবা নতুন ফটো তোলার জন্য ক্যামেরা ট্যাপ করুন।
আপনার আগের কোনও প্রোফাইল ফটো থাকলে সেই ফটো সরাতে পারবেন।
আপনার প্রোফাইলের নাম এডিট করুন
WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প > সেটিংস ট্যাপ করুন।
আপনার প্রোফাইলের ফটো ট্যাপ করুন।
নামের পাশে থাকা এডিট করুন ট্যাপ করুন।
আপনার নতুন নাম লিখুন।
নামটি লিখতে সর্বাধিক ২৫টি অক্ষর ব্যবহার করা যাবে।
আপনি ইমোজি বিকল্পে ট্যাপ করে ইমোজি যোগ করতে পারবেন।
সেভ করুন ট্যাপ করুন।
গ্রুপের যেসকল ব্যবহারকারীর ঠিকানার বইয়ে আপনার পরিচিতির তথ্য সেভ করা নেই তারাও আপনার প্রোফাইলের নাম দেখতে পারবে।
আপনার সম্পর্কের তথ্য এডিট করুন
WhatsApp খুলুন, এরপর আরও বিকল্প > সেটিংস ট্যাপ করুন।
আপনার প্রোফাইলের ফটো ট্যাপ করুন।
সম্পর্কের পাশে থাকা এডিট করুন ট্যাপ করুন।
এছাড়াও, আপনি যা করতে পারেন:
আগে থেকে লেখা একটি বিকল্প বেছে নিন।
আপনার সম্পর্কের তথ্য কাস্টমাইজ করতে এখন যেটি সেট করা আছে বিকল্পের পাশে থাকা এডিট করুন ট্যাপ করুন। সম্পর্কের তথ্য লিখতে সর্বাধিক ১৩৯টি অক্ষর ব্যবহার করা যাবে।
আপনার সম্পর্কের তথ্য ফাঁকা রাখা যাবে না।
দ্রষ্টব্য:
কারা আপনার প্রোফাইলের ফটো বা সম্পর্কের তথ্য দেখতে পারবে সেটি পরিচালনার জন্য আপনার গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে পারবেন।
কারা আপনাকে গ্রুপে যোগ করতে পারবেন সেটি আপনি আপনার গ্রুপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে ঠিক করতে পারবেন।
আপনি কোনও পরিচিতিকে ব্লক করলে সেই ব্যক্তি আর আপনার প্রোফাইলের ফটো বা সম্পর্কের তথ্যের কোনও আপডেট দেখতে পাবে না।