কীভাবে ক্যাটালগ থেকে প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করবেন

Android
iPhone
আপনি সহজেই কোনও বিজনেসের প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে পারবেন।
একক চ্যাট বা গ্রুপ চ্যাট থেকে প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে
  1. ফরোয়ার্ড করুন আইকনে ট্যাপ করুন।
  2. গ্রুপ বা একক চ্যাট খুঁজুন বা বেছে নিন।
  3. ফরোয়ার্ড করুন-এ ট্যাপ করুন।
ক্যাটালগ থেকে প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে
  1. 'WhatsApp Business প্রোফাইল'-এ যান।
  2. ক্যাটালগ বোতামে
    ট্যাপ করুন অথবা ক্যাটালগ বিভাগে স্ক্রোল করে সব দেখুন-এ ট্যাপ করুন।
  3. প্রোডাক্ট বা পরিষেবাতে ট্যাপ করুন।
  4. আরও
    > শেয়ার করুন-এ ট্যাপ করুন।
  5. গ্রুপ বা একক চ্যাট খুঁজুন বা বেছে নিন।
  6. পাঠান-এ ট্যাপ করুন।
WhatsApp ওয়েব বা ডেস্কটপে ক্যাটালগ থেকে প্রোডাক্ট বা পরিষেবা শেয়ার করতে
  1. 'WhatsApp Business প্রোফাইল'-এ যান।
  2. ক্যাটালগ বোতামে
    ক্লিক করুন অথবা প্রোডাক্ট বিভাগে স্ক্রোল করে সব দেখুন-এ ক্লিক করুন।
  3. প্রোডাক্ট বা পরিষেবা বেছে নিন।
  4. উপরের ড্রপডাউন আইকনে ক্লিক করুন।
  5. প্রোডাক্ট পাঠান-এ ক্লিক করুন
  6. একক বা গ্রুপ চ্যাট খুঁজুন বা বেছে নিন।
  7. পাঠান আইকনে ক্লিক করুন।
এখানে কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন?
হ্যাঁ
না